কবিতাঃ- বসন্ত এসে গেছে।
কলমেঃ- সজল কুমার নাথ।
গাছের ডাল পাতা গুলো নড়ছে
বাতাস বয়ে চলে ধীরে ধীরে
গায়ের চাদর নেই আজ গায়ে সাথে
কুয়াশাও যায়নি দেখা ভোর থেকে।
বাড়ির দক্ষিণ পূর্ব কোণে আম গাছে
মুকুল এসে গেছে ডালে ডালে
বাড়ির দক্ষিণ পশ্চিম পাশের কোণে
পলাশ শিমুল ফুটে আছে ডালে ডালে।।
ঝরে যাওয়া গাছের পাতা গুলো
আবার নতুন করে ডগা উঠছে
খসখসে চামড়া গুলো কেমন জানি আবার
আগের মতো ফিরে পাওয়া যাচ্ছে।।
কতো দুর থেকে শোনা যাচ্ছে
কোকিল ডাকছে মনের সুখে
ঝাঁকে ঝাঁকে পাখিরাও উড়ছে
আকাশ জুড়ে মনের আনন্দে।।
প্রকৃতিও সেঁজে যাচ্ছে নতুন সাজে
মনে দোলা দিয়ে যায় নতুন অর্থে
চারদিকে সাঁজছে আপন আর আপনাতে
মনের মাধুরি মিশাতে ঋতুরাজ বসন্ত এসে গেছে।।
Leave a Reply