চার লাইনের কবিতা
আরিফ চৌধুরী
১.
এই শ্রাবণে বর্ষা নামে
মুক্ত হলো গ্লানি
ভালোবেসে পাথরেও
ফুল ফোটে তা জানি।
২.
পথ হারালে পথ খুঁজতে নেই
বিপদ বাড়ে শত
কেউ চলে গেলে মনে রাখতে নেই
বুকে যত হলো ক্ষত।
৩,
রাত পোহালে সকাল হবে
আর কি দেয়ার বাকি
ঘরের মাঝে লুটিয়ে আছে
সূরা আর সাকি।
৪.
তোমার সুন্দরকে করতলে ধরি
স্বপ্ন রাখি বুকে
সাধ্য কি বলতে ভালোবাসি
মায়াবী চোখে চোখ রেখে।
৫.
জীবনের বাঁকে নদী নিরবধি
উথাল পাতাল ঢেউ
ভালোবাসার মদিরতায়
কাছে টেনে নিলো কেউ।
Leave a Reply