kotha71 tv ১ম বর্ষ পূর্তি উদযাপন
সজল কুমার নাথ।
আজ বঙ্গবন্ধু হল, প্রেসক্লাব চট্টগ্রাম ০৮ অক্টোবর ২০২১ রোজ শুক্রবার বিকেল ৪.০০ ঘটিকায় kotha71 tv বর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে কথা সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠন এই আয়োজন করেন।
উদ্বোধক অধ্যাপিকা সায়রা বানু রৌশনি আহবায়ক যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন সাবেক মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশন ও সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামিলীগ, প্রধান আলোচক
প্রফেসর রীতা দত্ত সাবেক অধ্যক্ষ সরকারি চারুকলা কলেজ চট্টগ্রাম মুখ্য আলোচক প্রফেসর সিন্ধু ভূষণ নাথ আশালতা ডিগ্রি কলেজ মহান অতিথি রিয়াজ ওয়াইজ বিশিষ্ট শিল্পপতি
বিশেষ অতিথি রুবেল আহামদ বাবু আজীবন সদস্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বিশেষ অতিথি ফয়েজ আহমেদ
যুগ্ম সাধারণ সম্পাদক আকবর শাহ থানা আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগর মো ইকবাল সাংগঠনিক সম্পাদক আওয়ামিলীগ সীতাকুণ্ড পৌরসভা সভাপতিত্ব সজল কুমার নাথ চেয়ারম্যান kotha71 tv. সুচনা বক্তব্য রাখেন শুক্লা আচার্য আহবায়ক kotha71 tv.সঞ্চালনায় ছিলেন শান্তনু মিত্র, অংকিতা আচার্য, মো আসাদ,সংঘা ভট্টাচার্য, সঞ্চিতা চক্রবর্তী, প্রমুখ।
kotha71 tv পক্ষ থেকে গুণীজন সম্মাননা স্মরণ যারা পেয়েছেন, তারা হলেন,পলাশ দাশ কবি ও সাহিত্যিক, রিয়াজ ওয়াইজ শিল্পপতি, প্রত্যয় বড়ুয়া সংগীত প্রশিক্ষক,পিন্টু ঘোষ সংগীত প্রশিক্ষক,শান্তিময় চক্রবর্তী সংগীত প্রশিক্ষক, সজল দে সংগীত প্রশিক্ষক, সায়রা বানু রৌশনি রাজনীতিবিদ, প্রনব চক্রবর্তী নাট্যকার,শুক্লা আচার্য্য নাট্যকার,খোকন মালাকার সংগীত শিল্পী, লাকী পালিত সংগীত প্রশিক্ষক, সুমি চৌধুরী সংগীত প্রশিক্ষক,
kotha71 tv অনলাইনে সঞ্চালক হিসেবে সম্মাননা স্মরক পেয়েছেন যারা তারা হলেন সঞ্চিতা চক্রবর্তী, সঞ্চিতা দাশ,জয়ন্তী দেবী,পূজা মল্লিক, সীমান্ত শর্মা,সংঙ্গা ভট্টাচার্য্য,মো আসাদ,অংকিতা আচার্য্য।
কণ্ঠাবৃত কবিতা প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন।
ক বিভাগ পুরস্কার পেয়েছেন
ক ///১ ( শিশু শ্রেণী – ২য় শ্রেণী )
১ম স্থানঃ-নিতাশ্রী মজুমদার
২য় স্থানঃ-ঋষিক দেব নাথ
৩য় স্থানঃ-রুপান্বিতা নাথ রাত্রি
৪র্থ স্থানঃ-শ্রেয়া দেবী
৫ম স্থানঃ-নায়েশা তাসনিম
৬ষ্ঠ স্থানঃ-মুহম্মদ কিশোর আলম
৭ম স্থানঃ-উমায়রাহ তাহরিম
৮ম স্থানঃ-অনিন্দ চৌধুরী
ক/২ ( ৩য় শ্রেণী – ৫ম শ্রেণী )
১ম স্থানঃ-মাতৃমা দাশ
২য় স্থানঃ-দেবস্মিতা দাশ
৩য় স্থানঃ-অবন্তী চৌধুরী
৪র্থ স্থানঃ-কৌশি মনি দে
৫ম স্থানঃ-প্রান্জল দাশ
৬ষ্ঠ স্থানঃ-দৃষ্টি চক্রবর্তী
৭ম স্থানঃ-নিলাদ্রী মজুমদার
৮ম স্থানঃ- রুপকথা নাথ দিবা
৯ম স্থানঃ- কাব্যজয় নাথ অর্ঘ্য
১০ম স্থানঃ- অর্পিতা দাশ
১১ম স্থানঃ- শ্রেয়সী দাশ
খ বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন
১ম স্থানঃ- ঐতিহ্য ধর।
২য় স্থানঃ-যূথী দেবী
৩য় স্থানঃ-ঋদিমা দেবনাথ
৪র্থ স্থানঃ-ঋতুরাজ চৌধুরী
৫র্ম স্থানঃ-শৌভিক চৌধুরী
গ বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন ১ম স্থানঃ-লিপিকা ধর ২য় স্থানঃ-অর্পিতা চক্রবর্তী ৩য় স্থানঃ-জয়ীতা দাশ
ঘ বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন
১ম স্থানঃ-অরনি চৌধুরী, ২য় স্থানঃ-ফয়জুন্নেসা মিলি
Leave a Reply