1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম উত্তরভূর্ষি শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী ও মহাউৎসব

রিটন দাশ
  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

গত ১৭ ফেব্রুয়ারী ২০২৩ চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তগত উত্তরভুর্ষি শ্রী শ্রী হরি মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী মহাউৎসব উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গুরু পূজা শ্রীমৎ ভাগবত গীতা পাট, গীতা পাঠ প্রতিযোগিতা এবং অষ্টপ্রহর ব্যাপি তারেকব্রহ্ম মহানাম যজ্ঞ শুরু হয়।

এই মন্দির প্রতিষ্ঠা হয় ১৯৫৩ খ্রিস্টাব্দ।প্রতিষ্ঠা করেন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ।

সমগ্র অনুষ্ঠানের মহান আশীর্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী সুদর্সনপুরী মহারাজ। (মোহন্ত মহারাজ ঋষিদাম বাঁশখালী ও তুলসীধাম চট্টগ্রাম)।

তিনদিনের এই অনুষ্ঠানমালায় ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর আরতি ও গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

উদ্বোধক ছিলেন শ্রীমৎ স্বামী নারায়নপুরী মহারাজ (অধ্যক্ষ জগন্নাথ বাড়ি পটিয়া চট্টগ্রাম)

সন্ধ্যায় শ্রী শ্রী মহানাম যজ্ঞের শুভ অধিবাস হয়
উদ্বোধক ছিলেন শ্রী উত্তম কুমার মহাজন নব (স্বত্বাধিকারী মহাজন গোল্ডেন টাওয়ার পতেঙ্গা চট্টগ্রাম)

যথারীতি ১৭ ফেব্রুয়ারি অষ্টপ্রহর ব্যাপি মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জলক অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী (জ্ঞানপ্রবীর ও ধর্মতত্ত্ববিদ প্রধান উপদেষ্টা উত্তরভুর্ষি শ্রী শ্রী হরি মন্দির।

সকাল ১০ টায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গুরু পূজা এবং শ্রীমৎ ভগবত গীতা পাঠ করা হয়। উদ্বোধক ছিলেনশ্রী সজল বৈদ্য সুমন।

দুপুর ১২ টায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাজভোগ নিবেদন ও ভোগ আরতি।ভোগ নিবেদনে শ্রীমতি গীতা ব্রহ্মচারীনি (সেবায়েত উত্তরভুর্ষি শ্রী শ্রী হরি মন্দির)ভোগ আরতি তে অংশগ্রহণ করেন এলাকার সুধিসমাজের অগনিত ভক্ত এবংঅনেক সাধুসন্ন্যাসি।সাথে ছিলেন চট্টগ্রাম থেকে আগত শ্রি উত্তম কুমার মহাজন নব।১৮ই ফেব্রুয়ারি উষালগ্নে মহাউৎসবের পুর্নাহুতি দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254