ফেণী পৌর পূজা উদযাপনের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক বিটুল সাহা আর আমাদের মাঝে নেই।
ফেণী জেলার প্রতিনিধি রিপন পাল এর পাঠানো তথ্য মতে।
ফেণী পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সকলের শ্রদ্ধাভাজন বিটুল সাহা গত শনিবার দুপুর দেড় ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, সকলকে শোকের মায়ায় ভাসিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পারলৌকিক ধামে গমন করেন।
পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগ ভুগছিলেন, মৃত্যুকালে দুই ছেলে স্ত্রী আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণীজন রেখে যান।
এছাড়াও তিনি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।
বিটুল সাহা মৃত্যুতে ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।।
Leave a Reply