চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয় সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইসকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে সাথে নিয়ে চট্টগ্রামকে ক্লিন, গ্রীন, হেলদি ও সেফ সিটি গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়।
বিগত ১৬ই আগষ্ট ২০২৫ ইংরাজি শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২০২৫-এর আয়োজনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয় ।
মেয়র তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনের জন্য আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং সৎ মানুষদের লালন করতে হবে। আমরা চাই এই শহরকে ‘ক্লিন সিটি, গ্রীন সিটি, হেলদি সিটি ও সেফ সিটি’ হিসেবে গড়ে তুলতে। সেফ সিটি মানে হচ্ছে এমন এক শহর, যেখানে সব ধর্মের, সব বর্ণের, সব রাজনৈতিক মতের মানুষ নিরাপদে বসবাস করতে পারে। এখানে কারো প্রতি হিংসা, বিদ্বেষ বা সহিংসতার কোনো স্থান থাকবে না। আমি বিশ্বাস করি, সাম্য আর সম্প্রীতির মাধ্যমে আমরা সেই চট্টগ্রাম গড়ে তুলতে পারব।”অনুষ্ঠানে সাবেক জাতীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, “দুঃখজনকভাবে গত ১৫ বছরের শাসনামলে সনাতন ধর্মাবলম্বীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। আমি দলীয় নির্দেশনায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে ছুটে গেছি নাসিরনগরে, কলমাকান্দায়, বানরীপড়ায়, ঠাকুরগাঁয়ে, কুমিল্লাতে,যশোরে অভয়নগরে। কারণ আমরা চাই বাংলাদেশ হোক অসাম্প্রদায়িক, সহনশীল ও সবার দেশ।”
প্রকৌশলী প্রবাল রক্ষিতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী ভারতীয় হাই কমিশনার ড.রাজীব রঞ্জন মহোদয়। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম মহোদয়,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান মহোদয়া,চসিক সচিব আশরাফুল আমিন মহোদয়,প্রধান শিক্ষা কর্মকর্তা ড.কিসিঞ্জার চাকমা মহোদয়,অতিরিক্ত পুলিশ কমিশনার আলমগীর হোসেন মহোদয়,সাবেক কাউন্সিলর ইসমাঈল বালি মহোদয়,চসিক পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু আশুতোষ দে মহোদয়,সাধারণ সম্পাদক প্রকৌশলী শ্রীযুক্ত বাবু সৌমনাথ দাশ গুপ্ত মহোদয় ,অধ্যক্ষ আবু তালেব বেলাল মহোদয়,শ্রীযুক্ত বাবু সৌরভ প্রিয় পাল মহোদয় ,শ্রীযুক্ত বাবু বিপ্লব কুমার চৌধুরী মহোদয়,শ্রীযুক্ত বাবু রতন চৌধুরী ,শ্রীযুক্ত বাবু টিংকু কুমার ভৌমিক মহোদয় সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।
Leave a Reply