1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিয়ে বাড়িতে আজ শোকের ছায়া নেমে এসেছে।

শেখ শহীদুল হক বাবলু
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বিয়ে বাড়িতে আজ শোকের ছায়া নেমে এসেছে।
শেখ শহীদুল হক বাবলু , চট্টগ্রাম

সারাদিনের বিয়ের অনুষ্ঠানের পর, অমিত কুমার সরকার, তার মায়ের পা ধরে কাঁদতে কাঁদতে, বিয়ের শোভাযাত্রার কয়েকটি গাড়ি নিয়ে কনের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা হলেন। যাত্রাপথে কাচপুরে অমিত সরকার হার্ট ষ্টোক করেন। তাৎক্ষণিক তাঁকে গৌরীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে অক্সিজেন সহ একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হলো ল্যাব এইড হাসপাতালে প্রবেশের কিছুক্ষণ আগে, তিনি আর না ফেরার দেশে চলে যান।

আজ থেকে তিন সাড়ে তিন বছর আগে ছোট ভাই আশিকও একই ভাবে হার্ট ষ্টোক হয়ে মারা যায়।আর আজ তার বড় ভাই মারা যায়। ওরা দুই ভাই সব সময় হাসি মুখে থাকতো

সাড়ে তিন বছরের মাথায় দুই ভাইয়ের এক ভাই ও নাই।
কি করে থাকবে তার মা বাবা❓
মা পথ চেয়ে বসে ছিলো ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নিথর দেহ হয়ে। পর পর দুই পুত্রশোক পিতা মাতা সন্তান হারার ধৈর্য ধরবে কিভাবে❓
সৃষ্টি কর্তা তাদের ধৈর্য ধরার ক্ষমতা দান করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254