পাইকগাছায় ৩ মাসের কর্মপরিকল্পনা নিয়ে সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিক দূষন রোধে ইউথ-ফর সুন্দরবন কমিটি’র শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে বে-সরকারি সংস্থা রুপান্তর এর প্রতিনিধি সাকি রেজওয়ানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউথ-ফর সুন্দরবন কমিটি সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইউথ ফর সুন্দরবন কমিটি’র রাকিবুল ইসলামের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি শিক্ষা প্রশিক্ষন সেন্টার কর্মকর্তা (ইন্সট্রাক্টর ) মোঃ ঈমান উদ্দীন,সুন্দরবন সাংবাদিক ফোমার সদস্য পাইকগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাখন লাল সরদার,আয়োজক কমিটির কৃষ্ণা রানী ব্যানার্জী,ছন্দা, সুলতানাসহ কমিটি সদস্যরা।
উল্লেখ্য,পরবর্তী সভার পুর্বে প্লাস্টিক ও পলিথিনের দূষণ রোধে বিভিন্ন স্থানে উঠোন বৈঠক, স্কুল ক্যাম্পিং ও বাজার কমিটির সাথে বৈঠকের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
Leave a Reply