চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার ৮নং চুনতি ইউনিয়নে ৯নং ওয়ার্ড এর কানত্রিশা গ্রামে বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় অবস্থিত, এই বিদ্যালয় টি তালিকায় সারাদেশে ১০ নম্বরে থাকলেও কোন অদৃশ্য কারণে এখনও জাতীয়করণ করা হয়নি, এই নিয়ে হতাশায় এলাকা বাসি।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম (পিএসসি) কতৃক প্রতিষ্টিত বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় (জাতীয়করণের তালিকায় সারাদেশে ১০ নম্বরে থাকলেও কোন অদৃশ্য কারণে এখনও জাতীয়করণ করা হয়নি।) ফলে প্রয়াত সচিব মহোদয়ের লালিত স্বপন এখনো পূরণ হয়নি। যা নিয়ে এলেকাবাসী এখন হতাশ। যদিও এই পযর্ন্ত ৪৩ টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে।(৭৮ টি তালিকা হতে)। প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করলেই বিষয়টি দ্রুতগতিতে সম্ভব হবে আশা করছেন এলাকাবাসী ।
অভিভাবক মোহাম্মদ আব্দুল হাফেজ kotha71.tv কে বলেন যে, স্কুলটি জাতীয়করণ না হওয়ায় অতিরিক্ত টাকা দিতে হয় আমাদের।এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল যার কারণে এই ফি চালাতে আমাদের কষ্ট হয়। আরো বলেন আমাদের স্কুলে ছাত্র ৩৭০ ও ছা্ত্রী রয়েছে ৩৩০ সর্বমোট ৭০০ ছাত্র ছাত্রী রয়েছে তার মধ্যে ৩ জন মুক্তিযোদ্ধা সন্তান ৪ জন প্রতিবন্ধি আছেন । এভাবে আমাদের বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়টি খুব কষ্ট করে চালিয়ে নিয়ে যাচ্ছি,
শিক্ষক -কর্মচারী এবং এলেকাবাসীর অন্তিম ইচ্ছা মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম প্রতিষ্টিত এই শিক্ষা প্রতিষ্টান দ্রুতগতিতে জাতীয়করন ঘোষণা করা হলে প্রয়াত সচিব মহোদয়ের শেষ ইচ্ছা এবং এলেকাবাসীর নিকট দেয়া অঙ্গীকার পূর্ণ হবে। যার ফলাফল সমস্ত হতদরিদ্র জনগণ ভোগ করতে পারবেএবং আবেদীন স্যার এর আত্না শান্তি লাভ করবে।
মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করলেই তার সবচেয়ে প্রিয়জন ও আস্তাবাজন সামরিক সচিব স্যার এর শেষ ইচ্ছা পূরণ করা সময়ের দাবি মাত্র। এলাকাবাসির একমাত্র চাওয়া সরকার প্রধান এই দাবিটি দ্রুতগতিতে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।
উক্ত প্রতিষ্টান জাতীয়করনের মাধ্যমে আবেদীন স্যার এর বিদ্যালয়টি নাম স্বাধীন বাংলাদেশে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করতে বতর্মান আওয়ামীলীগ সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এটিই সকলের একমাত্র চাওয়া এবং বতর্মান সরকারের নিকট দাবি।
আশাকরি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে বিষয়টি ঘোষনা করবেন ইনশাআল্লাহ এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা।
Leave a Reply