দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি বাসে আগুন দিয়ে পুরিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। ২০শে নভেম্বর ২০২৩ সোমবার দিবাগত রাত অনুমান ৩টার সময় সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে এঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওচমান আলি ঘটনাস্থল পরিদর্শন করেন গাড়ির মালিক সিরাজুল হক জানান, তার নিজের মালিকানার ২টি গাড়ি এবং তার মেয়ের জামাই মোহাম্মদ ইউসুফের একটি গাড়ি গ্যারেজে দাঁড় করিয়ে রাখা ছিল, ভোর আনুমানিক চারটার দিকে স্থানীয়রা ফোন করে জানায় আমার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-০৯৮৫, ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৬৭ ও হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-০৮১৬ বাস গুলোতে আগুন দেওয়া হয়। ইঞ্জিন, গাড়ির বডি ও সিটসহ পুড়ে গিয়ে তিন গাড়িতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলেন গাড়ির মালি।
ঘটনাস্থলের পাহারাদার ছালেহ আহমদ বলেন, আমি তখন রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। সময় রাত ৩টা ৪০ মিনিট। মহাসড়কের উত্তর পাশ থেকে দুইটি মোটর সাইকেল যোগে মুখোশ পরিহিত পাঁচ যুবক আসে। হঠাৎ তিনজন নেমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়ে দক্ষিণ পাশে পালিয়ে যায়। তবে কি দিয়ে আগুন লাগিয়েছে সেটি তিনি দেখেননি বলে জানান।
শ্যামলী বাসের চালক ওসমান গণি বলেন, হরতাল-অবরোধে আমরা গাড়ি চালাই না। কোম্পানির নিষেধ আছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে গাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের কি হবে? কারণ গাড়ির চাকা ঘুরলেই তো আমাদের পেটে ভাত জুটে। গাড়িতে আগুন লাগায় আমাদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।
Leave a Reply