রাউজান প্রেসক্লাবের বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তারা।
মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা
যীশু সেন :
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব এবং যুদ্ধ, সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন বক্তারা বলেন, এই সংগ্রামের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এর মাধ্যমে আমরা পেয়েছি একটি দেশ, পতাকা ও মানচিত্র। সমৃদ্ধি ও উন্নতির জন্য জাতির মধ্যে ঐক্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশকে আরও শক্তিশালী ও উন্নত করতে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা জরুরি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অনুপ্রেরণা। শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাক বিজয়ের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সম্প্রতির দেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় সবাই কাজ করে যাবো বিজয় দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার।
রাউজান প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ১৬ ডিসেম্বর সোমবার সকালে রাউজান পৌরসভাস্থ জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে জাতির সূর্যসন্তানদের স্মরণে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান ও দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।
আলোচনা সভা শেষে রাউজান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply