চট্টগ্রাম কোতোয়ালি প্রতিনিধি জয়ন্তী দেবী
আজ লকডাউন এর ২য় দিন,তারপর ও কমছে না জনতার ভিড়।লকডাউনের দ্বিতীয় দিনে
চট্টগ্রাম কোতোয়ালী,একালার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
লকডাউনের দ্বিতীয় দিন আজ, তবুও রাস্তাঘাটে সাধারণ মানুষের ভিড় কমছে না, কোন মতে। সাধারণ মানুষ পেটের তাগিদে ঘর থেকে বের হচ্ছে প্রতিদিনের মতো। অনেকেই স্বাস্থ্য বিধি না মেনে রাস্তাঘাটে মাস্ক ছাড়া বের হয়ছে, আবার ৪-৫ জন একসাথে বসে আড্ডা দিচ্ছে। অনেকেই শারীরিক দূরত্ব না মেনেও একই রিক্শ্রায় তিনজন করে যাতায়াত করতে দেখা গেছে । তহলে লকডাউন কি, তা কেউ মানছে না,দোকান পাট খোলা, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে চলছে জমজমাট ব্যাবসা।আবার যাত্রী বাহি গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে, কিন্তু কোন নিয়ম নিষেধ মানছে না।
Leave a Reply