মুন্নি আক্তারঃ- চট্টগ্রাম বাঁশখালীতে পুরানো একটি মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ বোরহান উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবক বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের আলী আহমদ সিকদার বাড়ীর ডা. আরিফুর রহমান এর ছেলে।
নিহতের চাচাতো ভাই ইনজামামুল হক জানান, বোরহান উদ্দিন সকালে বাড়ির পাশের পুরানো মোটরটি টেস্টিং করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থল থেকে স্বজনেরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বোরহান উদ্দিন চট্টগ্রাম নাছিরাবাদ পলিটেকনিক্যাল কলেজ থেকে সদ্য সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলেন।
Leave a Reply