চট্টগ্রামে কমেছে আক্রান্তের হার।
নুরুল আবেদিন রিয়াদ এর পাঠানো তথ্য মতে।
চট্টগ্রামে কমেছে আক্রান্তের সংখ্যা ৮৩১ নমুনা পরীক্ষায় করোনা মিলল ৮৪ জনের দহে মৃত-৪
৮৩১ নমুনা পরীক্ষায় করোনা মিলল ৮৪ জনের দেহে, মৃত আরও ৪ জনের,চট্টগ্রামের পাঁচ ল্যাবে নমুনা পরীক্ষা হয় গতকাল
চট্টগ্রামে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে আরও চারজন।
চট্টগ্রামের পাঁচটি ল্যাবে ৮৩১টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা জানা যায়। সিভিল সার্জন কার্যালয় থেকে রোববার (২ মে) সকালে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯০টি পরীক্ষায় ৩০ জনের দেহে করোনা ধরা পড়ে।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯টি নমুনা পরীক্ষা করে ৩ কোভিট রোগী শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৬৭ জন নগরের এবং ১৭ জন উপজেলার বাসিন্দা।
Leave a Reply