জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই।আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘ এর সভাপতি আহসান হাবিব নাসিম।
তবে, এই অভিনয় শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান।
হোমায়রা হিমু তিনি ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন। বেশকিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েও মডেলিং এ কাজ করেন হোমায়রা হিমু।
ছোটপর্দায় প্রায় দুই শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। হিমু ২০১১ সালে মোর্শেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।
এরপর ‘এক কাপ চা’ এবং ‘আমার মা’ নামের দুইটি সিনেমাতেও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।
Leave a Reply