ত্রি-কলা সঙ্গীত একাডেমি শুভ উদ্বোধন।
জয়া দেবী।
আজ চট্টগ্রাম জামাল খানস্ত হেমসেন লেইন নামক স্থানে থেকে উদ্বোধন হলো ত্রি-কলা সঙ্গীত একাডেমি। জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে এর যাত্রা শুরু করেন, উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনেক গুণীজন, অংশ গ্রহণ করেন ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ। ত্রি-কলা সঙ্গীত একাডেমি যাদের হাত দিয়ে পরিচালিত হবেন তারা হলেন ( সোমা দেবী, মৌসুমি দেবী, বিকাশ চন্দ্র নাথ) এই তিন জনের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত ত্রি-কলা সঙ্গীত একাডেমি।
স্থান- সেন্ট থমাস টিউটোরিয়াল, ১১২ হেমসেন লেইন, জামাল খান, কোতোয়ালী, চট্টগ্রাম।।
Leave a Reply