চট্টগ্রামে লোডশেডিংয়ের বড় প্রভাব পড়বে না, চলবে আগের মতোই
মুন্নি আক্তারঃ-স্টাফ রিপোর্টার
লোডশেডিং বড়জোর হতে পারে ৮০ মেগাওয়াট
সরকারিভাবে ঘটা করে লোডশেডিংয়ের কথা বলা হলেও চট্টগ্রামে এর খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়েছেন চট্টগ্রামের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, চট্টগ্রামের সব উপকেন্দ্র ও পার্বত্য চট্টগ্রামের উপকেন্দ্রগুলোতে লোডশেডিংয়ের মাত্রা হতে পারে উপকেন্দ্রপ্রতি বড়জোর ৫ থেকে ৭ মেগাওয়াট। বর্তমানেও চট্টগ্রামে লোডশেডিংয়ের মাত্রা এরকমই। ফলে যেভাবে বলা হচ্ছে, চট্টগ্রামে লোডশেডিংয়ের সেরকম প্রভাব পড়বে না বলেই ইঙ্গিত দিচ্ছেন চট্টগ্রাম পিডিবির কমর্কর্তারা।
চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী রেজাউল করিম চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন, লোডশেডিং বড়জোর ৮০ থেকে ১০০ মেগাওয়াট হতে পারে। চট্টগ্রামের সব উপকেন্দ্র ও পার্বত্য চট্টগ্রামের উপকেন্দ্রগুলোতে এই লোডশেডিংয়ের মাত্রা উপকেন্দ্রপ্রতি বড়জোর ৫ থেকে ৭ মেগাওয়াট হতে পারে। তাও আবার সেটি হতে পারে রোটেশনালি। বর্তমানে যেভাবে চলছে বা এর আগে লোডশেডিং এরকমই ছিল। তাই এলাকাভিত্তিক লোডশেডিংয়ের তেমন বড় প্রভাব পড়বে না চট্টগ্রামবাসীর কাছে।
প্রকৌশলী রেজাউল করিম বলেন, চট্টগ্রাম জোনে মোট সাড়ে ৪০০ ফিডার রয়েছে। সোমবার (১৮ জুলাই) রাতে সব ফিডার মিলিয়ে সীমিত সময়ের জন্য লোডশেডিং হয়েছে। প্রতিদিন চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা থাকে ১ হাজার ৪০০ মেগাওয়াট। মঙ্গলবার (১৯ জুলাই) থেকে ৮০ থেকে ১০০ মেগাওয়াটের মধ্যেই থাকবে লোডশেডিং।
লোডশেডিং নিয়ে সারা দেশের মতো চট্টগ্রামবাসীর মনেও অনেকটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গরমে বিদ্যুৎবিহীন জীবনযাত্রা কিভাবে চলবে, সেটি নিয়ে দুশ্চিন্তাময় সময় কাটছে কারও কারও। যাদের বাসায় অসুস্থ বৃদ্ধা বাবা-মা কিংবা রোগী আছে, তাদেরই মনেই দুশ্চিন্তা বাধা বেঁধেছে বেশি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সীমা জানার জন্য।
তবে চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী বলেছেন, মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শিডিউল চালু হলেও যা করার সবই করবে জাতীয় গ্রিড।
এর আগে বিদ্যুৎ সংকট সমাধানে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কোন্ এলাকায় লোডশেডিং কখন হবে, তা আগেই জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply