1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন

কিশোর সংঘ পূজা উদযাপন পরিষদের গৌরব ও ঐতিহ্যের ৬ যুগ পেরিয়ে।

সোমা সরকার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫২ বার পঠিত

কিশোর সংঘ পুজা উদযাপন পরিষদ এর গৌরব ও ঐতিহ্যের ৬ যুগ পেরিয়ে।
সোমা সরকার।

কিশোর সংঘ পূজা উদযাপন পরিষদের গৌরব ও ঐতিহ্যের ৬ যুগ অতিক্রম করেছেন বলে এই কমিটি উদ্যোগে এইবারের শারদীয় দুর্গাপূজা তে ভিন্ন আয়োজনের কর্মসূচি হাতে নিয়েছেন।

শ্রী শ্রী রামঠাকুর ধাম
নন্দীরহাট, উত্তর ফতেয়াবাদ, হাটহাজারী চট্টগ্রাম।। যে সব কর্মসূচি গ্রহন করা হয়েছে সেই গুলো হলো।
মৃৎশিল্পী – সুজন পাল,, সদরঘাট।।
আলোকসজ্জায়- লাইট ভিশন।।
শব্দ সঞ্চালনায় – টেকনো প্রো সাউন্ড।।
পুজা পরিচালনায়- উজ্জ্বল চক্রবর্তী।।
মঞ্চ সজ্জায়- রউফ আর্ট এন্ড ইভেন্ট।।
প্যান্ডেল সাজসজ্জা- ভাই ভাই ডেকোরেটাস।।
আউট ডোর আলোকসজ্জায়- মা বাবা লাইটিং হাউস।

পঞ্চমীতেঃ-আলোকিত আয়োজনে মায়ের বরন।।
সপ্তমীতেঃমঞ্চঃ- নাটক
অষ্টমীতেঃ- সাংস্কৃতিক অনুষ্ঠান।।
নবমীতেঃ- কুইজ প্রতিযোগিতা ও আরতি প্রতিযোগিতা।।।
বিজয়া দশমীতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মায়ের বিদায় ও আগামীবার আসার বিনম্র আহবান।

সকল আয়োজন সকলের উপস্থিতি আমাদের আয়োজনকে উৎসাহিত করবে।।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254