“চাকুরী প্রার্থী নয়, উদ্যোক্তা যুব গোষ্ঠিই সমৃদ্ধির চালিকা শক্তি”জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে ঘাসফুলে’র ওয়েবিনার
জাতীয় যুব দিবস ২০২২ উপলক্ষে চান্দগাঁওস্থ ঘাসফুল’র প্রধান কার্যালয়ে আগামী ১ নভেম্বর সকাল ১১টায় এক ওয়েবিনার এর আয়োজন করেছে। ” চাকুরী প্রার্থী নয়, উদ্যোক্তা যুব গোষ্ঠিই সমৃদ্ধির চালিকা শক্তি’’ র্শীষক ওয়েবিনারে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রফেসর ইমেরিটাস ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. এ. সাত্তার মন্ডল। এতে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন – গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানলে আই’র পরিচালক শাঈখ সিরাজ, ইউসেপ বাংলাদেশ’র চেয়ারপার্সন ও আইসিএবি’র সাবেক সভাপতি পারভীন মাহমুদ এফসিএ, প্রথম আলো যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক ফারজানা খান। ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী। এ সময় ওয়েবিনারে সংযুক্ত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ , উদ্যোক্তা, যুব ও উন্নয়ন সংস্থা প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ছাত্র ছাত্রীবৃন্দ। ওয়েবিনারটি ঘাসফুল ফেইজবুক থেকে লাইভ সম্প্রচার করা হবে।
জেসমিন বাপ্পী
চট্টগ্রাম।
Leave a Reply