চট্রগ্রামের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় চলিতেছে আগাছা পরিষ্কার,এবং অন্ধকার আচ্ছন্ন জায়গায় আলোর ব্যবস্থা।হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রাম বিভাগ ও সকল জাতীয় মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়ক, সকল মহাসড়ক থাকবে সম্পূর্ণ চাঁদাবাজমুক্ত। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ মহাসড়কে কোন যানবাহন থেকে কোন চাঁদাবাজি করতে দেয়া হবে না। প্রয়োজনে পুলিশ সুপার নিজেই প্রতিদিন মহাসড়কের বিভিন্ন এলাকা পরিদর্শন ও সার্বিক তদারকির ঘোষণা দেন।চট্টগ্রামের কুমিরা হাইওয়ে ফাড়ির অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে তার টিম এবং তিনি সরেজমিনে উপস্থিত থেকে চলমান রেখেছেন সকল কার্যক্রম। এরই মধ্যে টেরিয়াল এবং নোনাছড়া এলাকায় আগাছা পরিষ্কার এবং ডাকাতি প্রবন এলাকায় রাতের বেলায় লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে।kotha71 tv প্রশ্নের জবাবে চট্টগ্রামের কুমিরা হাইওয়ে ফাড়ি এলাকার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন,আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের দিকনির্দেশনা মোতাবেক, আমি এবং আমার টিম সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছি, তিনি আক্ষেপ প্রকাশ করে আরো বলেন, স্থানীয় সরকার প্রতিনিধি গন,যারা রয়েছে সবাই যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমার সকল কার্যক্রম পরিচালনা করতে আরো সহজ এবং সুবিধা হয়। এবং তিনি সকলের কাছে সহানুভূতির সহিত তার সমস্ত কার্যক্রম অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
Leave a Reply