গত ২৭/০৭/২০২৩ রোজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্প কলা একাডেমি’র আট গ্যালারী হলে অরুণবীণা সংগীত প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন রিয়াজ ওয়াইজ শিল্পপতি ও উপদেষ্টা kotha71 tv।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড মনজুরুল আমিন চৌধুরী।
সিনেট মেম্বার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ঘাসফুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুমন সেন,সম্পাদক, দৈনিক একাত্তর পত্রিকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীল রতন দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার সজল কুমার নাথ।প্রতিষ্ঠাতা পরিচালক kotha71 tv।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রিটন দাশ
অনুষ্ঠানে সভাপত্বি করেন শেখ মোহাম্মদ ইকবাল
উপস্থাপনায় ছিলেন- স্বরূপ দেব নাথ জয়ন্তী দেবী অংকিতা আচার্য্য।
অনুষ্ঠান শুরু বিকাল ৫.০৫টায়। এরপরে নিতু গুপ্তার পরিচালনায় সহ-শিল্পীদের নিয়ে মঙ্গল দ্বীপ জ্বেলে সংগীতটি পরিবেশনের সাথে সাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মাননীয় উদ্বোধক মহোদয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করলেন।
ত্রিকলা সংগীত একাডেমির ছাত্র-ছাত্রীরা উদ্বোধনী সংগীতে গীতি-নৃত্য পরিবেশন করে। পরিচালনায়- সংগীতে সোমা দেবী ও নৃত্যে মৌসুমী দেবী।
আন্তর্জাতিক উপদেষ্টা সঞ্চিতা সেনগুপ্তা’র বক্তব্য পাঠ করেন দূর্জয় দাশ।
শ্রুতি নাটক উপস্থাপনায়/অভিনয়ে- স্বরূপ দেব নাথ ও জয়ন্তী দেবী।
অরুণবীণা ও কণ্ঠনীড়ের বিচারকদের পুরস্কার ও সম্মাননা প্রদান।
আরো যে সকল প্রতিষ্ঠান সংগীত ও নৃত্যে অংশগ্রহণ করেছেনঃ- ১. বৈলতলী সংগীত একাডেমি- চন্দনাইশ, পরিচালনায়- টিপু দেব নাথ। ২. সারেগামাপা সংগীত নিকেতন- হাটহাজারী, পরিবালনায়- চৌধুরী। ৩. সুরতরু সংগীতকলা একাডেমি, পরিচালনায়- রুপা রায় চৌধুরী। ৪. অশোক কানন সংগীত একাডেমি, পরিচালনায়- বিকি রায়। ৫. নৃত্যময়ী- জামালখান, পরিচালনায়- সৌরভী নাথ। ৬. নটরাজ সংগীত একাডেমি, পরিচালনায়- সুমন তালুকদার।
শেষে একক সংগীত পরিবেশন করেন- জনাব রিয়াজ ওয়াইজ, অর্ণব চৌধুরী, মুমু বনিক, রিয়া সাহা, সুমন তালুকদার, অর্পিতা চৌধুরী, অমিত আচার্য্যি, নিতু গুপ্তা, রুপা রায় চৌধুরী, সুমি চৌধুরী ও সোমা সরকার। কিবোর্ডে- সজীব নাথ, তবলায়- লিখন দত্ত।
Leave a Reply