চট্টগ্রাম মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত ও ৮ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, চুয়াডাঙ্গা জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। সকাল ৮টার দিকে ছোট কমলদহ এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়।হাইওয়ে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় জাহিদ ইকবালকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।নিহত পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব,এস এম জাহিদ ইকবাল,বিপি-৭৭০৬১১৭১৬০ মোবাঃ০১৭২৩-২৪৪৭৭০.
ডিএসবি চুয়াডাঙ্গা জেলা।পিতা- আজিজুর রহমান।মাতা- মমতাজ বেগম।সাং- রামনগর।পোঃ-রাজারহাট।থানাঃ- কোতয়ালী। জেলাঃ যশোর। “আপন ভাই”
মোঃ মাহবুবুর রহমান। কথা৭১ টিভিকে কিছু তথ্য নিশ্চিত করে বলেন?নিহত পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবালকে ডি আই জি নূরে আলম মিনহাজ ও এস পি শফিউর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে আসা হয়।পরে সকল পুলিশ সদস্যের উপস্থিতিতে নিহত জাহিদ ইকবালকে ধুয়ে জানাজার ব্যবস্থা করেন।তারপর এম্বুলেন্সে বহন করে তার স্বজনদের হাতে নিহতের লাশ হস্তান্তর করে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্তা করে, নিহতের পরিবার সূত্রে জানা যায় তার লাশ তার গ্রামের বাড়ি যশোরে তার শেষ কার্য সমাপ্ত করবেন। গাড়ীতে ড্রাইভারসহ মোট ০৯জন যাত্রী ছিল।তারমধ্যে ০১এক জন পুলিশ পরিদর্শক এস এম জাহিদ ইকবাল নিহত। বাকী ০৮জনের মধ্যে ০৩জন সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। এর মধ্যে তাহারাত (১৩), নাসরিন (৪০), নার্গিস আক্তার (৪২) কে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নার্গিস আক্তার (৪২) মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত, নাসরিন আক্তার (৪০) বোনস প্রবলেম *(হাড়ভাঙ্গা)* তাহারাত ও সিয়াম প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে আপাতত বিপদ মুক্ত।
Leave a Reply