এক লাফে তিন হাজার টাকা পানি খরচ কৃষকের মাথায় হাত স্কীম ম্যানেজাররের বিরুদ্ধে অভিযোগ
আবুল কাসেম, সাতকানিয়া:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নে চলতি বরো মৌসুমে তিন হাজার টাকা পানি খরচ আদায় করায় স্কীম ম্যানেজারদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। স্থানিয় কৃষকরা বলেন কৃষকদের সাথে কোন মতবিনিময় বা পরামর্শ ছাড়া প্রতি বছর পাঁচশত টাকা বারতি নিতে নিতে চলতি বছর একলাফে তিন হাজার টাকা পানি খরচ আদায় করছে স্কীম ম্যানেজার সৈয়দ আহামদ, আবদুল মোমেন ও ওচমান গনি। কৃষকের গলা কাটা মোটা অংকের পানি খরচ তিন হাজার টাকা নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন স্থানীয় কৃষকরা। অভিযোগটি আমলে নিয়ে গত ২৯শে এপ্রিল ২০২৪ ইং সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সরেজমিনে পরিদর্শনে আসেন উপজেলা কৃষি অফিসার আশিষ দাশ ও জুয়েল দাশ। স্থানীয় কৃষক ও স্কীম ম্যানেজারের সাথে কথা বলে পানি খরচ বিষয়ে একটা সিদ্ধান্ত দিবেন বলে আ্শ্বাস দেন। তিন চারদিন অতিবাহিত হওয়ার পরও উপজেলা থেকে নির্ধারিত পানি খরচের মুল্য তালিকা প্রকাশ করা হয়নি। তারপরও স্কীম ম্যানেজাররা কৃষকদের কাজ থেকে তিনহাজার টাকা পানি খরচ আদায়ের প্রেক্ষেতি বিষয়টি উপজেলা কৃষি অফিসারকে পূনরায় নজরে দেয়। রহস্যময় কারনে ৪/৫দিন পর ৪/৫/২০২৪ ইং শনিবার সকাল ১১টায় আবারো পরিদর্শনে আসেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জান। এসময় স্থানীয় শত শত কৃষকের সাথে কথা বলেন মনিরুজ্জামান। কৃষকদের দাবি একটায় একই উপজেলার অন্যন্য ইউনিয়ন যেমন ঢেমশা ও নলুয়া ইউনিয়নের মত আমাদের কেঁওচিয়াতেও পানি খরচ কমাতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবী জানিয়েছেন কৃষকরা, সাতকানিয়া উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু ও সাধারণ সম্পাদক নুর হোসেন’র প্রতি দৃষ্টিরত এবিষয়ে কেঁওচিয়া ইউনিয়নের কৃষকদের পাশে দাড়াতে বিশেষ অনুরোধ জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply