1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

অবশেষে কৃষকের দাবী মেনে নিয়ে পানি খরচ কমলো স্কীম ম্যানেজার।

আবুল কাশেম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৫২ বার পঠিত

বহু জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে কৃষকের দাবী মেনে নিয়ে চলতি বরো মৌসুমে পানি খরচ কম নিতে বাধ্য হলেন স্কীম ম্যানেজার (পানি ওয়ালা।) সরেজমিনে দেখা যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়নের স্কীম ম্যানেজার সৈয়দ আহাম্মদ (সৈয়দ ম্যানেজার) আবদুল মোমেন, ওচমান গনিসহ পরশপর যোগ সাজে স্থানীয় কৃষকের কাছে তিন হাজার টাকা পানি খরচ আদায় করে আসছিল। কিন্তু কৃষকেরা হঠাৎ এত টাকা বারতি পানি খরচ দিতে পারবেনা বলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। কৃষকের পক্ষে অভিযোগকারী ১ং ওয়ার্ড সাবেক মেম্বার ও জসিম উদ্দীন জিসান নামে দুজনেই সাংবাদিকদের বলেন প্রতিবছর কৃষকের কাছ থেকে বারতি টাকা আদায় করা হয়। চলতি বছর আরও বারতি টাকা আদায় করায় কৃষকের পরামর্শে অভিযোগ প্রদান করি। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নির্দেশে দফায় দফায় তদন্তে আসেন উপজেলা কৃষি অফিসার। তদন্ত শেষে গত ৬ই মে ২০২৪ ইং সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের উপস্থিতে উপজেলা হলরুমে স্কীম ম্যানেজার ও অভিযোগকারীদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে উভয় পক্ষের কথা শুনার পর কৃষকের উপর কোন রকম হয়রানী জোরজুলম করে টাকা আদায় করা যাবেনা বলে উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কেঁওচিয়া ইউনিয়নে ১০০ কানি জমির প্রতিকানি ২৩০০/ ২৪০০ টাকা এবং ৩০০ কানির উর্ধে ২১০০ শত টাকা পানি খরচ আদায় করার জন্য নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস মোহদয় স্বাক্ষরিত গেজেট প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জান, জুয়েল দাস, উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু সাধারণ সম্পাদক নুর হোসেন, ইউপি সদস্য রফিক উদ্দীন লাভলু, অভিযোগকারী সাবেক ইউপি সদস্য কবির আহামদ, জসিম উদ্দীন জিসান, মো: রুবেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254