চট্টগ্রাম নন্দনকানন, ফুলকি সহজ পাঠ বিদ্যালয়ের একে খান স্মৃতি মিলনায়তনে সুন্দর প্রানবন্ত ও সফল আয়োজনে সুসম্পন্ন হলো ত্রি-কলা সঙ্গীত একাডেমির ত্রিবার্ষিক বর্ষ পূর্তি অনুষ্ঠান। ত্রি-কলা সঙ্গীত একাডেমির সম্মানিত অধ্যক্ষ পরিচালক মিসেস সোমা দেবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, লেখক, প্রবন্ধকার প্রফেসর ড. সেলিনা আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথা ৭১.টিভির সম্মানিত চেয়ারম্যান,কবি জনাব সজল কুমার নাথ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রি-কলা সঙ্গীত একাডেমির সম্মানিত উপদেষ্টা,বীর মুক্তি যোদ্ধা,মৎস্য বিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগিশিক চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত পরিচালক পলাশ কান্তি রনি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরবিট গ্রুপের জিএম জনাব বাসুদেব চৌধুরী,প্রারম্ভিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত উপাধ্যক্ষ মিসেস মৌসুমী দেবী। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল জাতীয় সঙ্গীত,দলীয় সঙ্গীত,রবীন্দ্র সঙ্গীত নজরুল সঙ্গীত,শাস্ত্রীয় সঙ্গীত,একক নৃত্য,দলীয় নৃত্য ।একাডেমির শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনায় সঙ্গীতের নির্দেশনায় ছিলেন অধ্যক্ষ সোমা দেবী, নৃত্য নির্দেশনায় ছিলেন উপাধ্যক্ষ মৌসুমী দেবী।এছাড়া সহযোগীতায় ছিলেন,চিত্রাংকনের শিক্ষিকা মেঘলা দাশ,গিটারের শিক্ষক বিজয় দাশ,বাশিঁতে তপন চৌধুরী,তবলা শিক্ষক সেতু ধর,তবলা শিল্পী সুব্রত চক্রবর্তী,কী বোর্ড অনুপ পালিত রাসু,সঞ্চালনায় রীপা দাশ।
প্রধান অতিথি শিক্ষাবিদ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড সেলিনা আক্তার এর কাছ থেকে একাডেমির শিক্ষার্থীরা অধীর আগ্রহে পরীক্ষার মানোন্নয়ন প্রশংসা পত্র ও জিপিএ এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরা সম্মাননা ক্রেষ্ট গ্রহণ এর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি হয়।
Leave a Reply