শেষ কর্মদিবসে কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
বর্ণাঢ্য কর্মময় জীবনের ইতি টেনে কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসর জীবনে পদার্পণ করলেন ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। ১১ জুন ছিল গুণী এ শিক্ষকের শেষ কর্মদিবস হওয়ায় সরকারি ছুটি উপেক্ষা করে কলেজের কর্মচারী কল্যাণ পরিষদ আয়োজন করেন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ কর্মদিবস স্মরণীয় করে রাখেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় কর্মময় জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক মাধুরি রাণী মন্ডল, আবু রাসেল কাগুজী, তরুন কান্তি মন্ডল, উজ্জ্বল কুমার বিশ্বাস, পলাশ কুমার মন্ডল, কর্মচারী কল্যান পরিষদের গোবিন্দ লাল সানা, আজিবার রহমান, শেখ আব্দুল হালিমসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। উল্লেখ্য উপাধ্যক্ষ মিহির মন্ডল ২০১২ সালের ১২ জুলাই পাইকগাছা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেন এবং ২০২৩ সালের ২২ অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ ভারপ্রাপ্ত এর দায়িত্ব পালন করেন। মিহির বরণ মন্ডলের কর্মময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন সময়ে ২০১৮ সালে ঐতিহ্যবাহী কলেজটি জাতীয় করণ হয়। এটি তার কর্মময় জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। ২০২৫ সালের ১১ জুন তিনি কর্মজীবন শেষ করে পিআরএল এ যান।
Leave a Reply