1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম কধুরখীল চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব হয়েছে।

শেখ শহীদুল হক বাবলু
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

কধুরখীল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব হয়েছে।

শেখ শহীদুল হক বাবলু চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা বিদ্যাপীঠ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় ২ দিনব্যাপী চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব।

এ মহোৎসব অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, মহতী ধর্মসভা, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠান, লোকনাথ বাবার ভোগরতি ও অন্নপ্রসাদ বিতরণ, এবং সর্বশেষে চর্তুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমন চৌধুরী মহোদয় ও সঞ্চালনায় ছিলেন শাপলা চৌধুরী মহোদয় , দোলা চৌধুরী মহোদয় এবং প্রিয়ন্তী চৌধুরী।

অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক রানা চৌধুরী মহোদয় , সাংগঠনিক সম্পাদক রানা চক্রবর্ত্তীমহোদয় , শুভ নাথ মহোদয় ,অর্থ সম্পাদক বিজয় চক্রবর্ত্তী মহোদয় , সহ-অর্থ সম্পাদক শৈশব চৌধুরী মহোদয় , দেব চৌধুরী মহোদয় ,দপ্তর সম্পাদক বিশেক চৌধুরী মহোদয় , সহ-দপ্তর সম্পাদক প্রিয়ম চৌধুরী মহোদয় , দেবজিৎ বিশ্বাস, উৎস বর্ধন, প্রান্ত চক্রবর্ত্তী, হিমাদ্রী কর।

এছাড়াও ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, যাঁদের একাগ্র প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্থকভাবে সম্পন্ন হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: শ্যামল চক্রবর্ত্তী,
সহযোগিতায় সকল সনাতনী ভক্তবৃন্দ।

এই মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নারী-পুরুষ ভক্তের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিরসপূর্ণ পরিবেশে উদযাপিত এই অনুষ্ঠান স্থানীয় এবং বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে আগত সকলের মনে গভীর অনুরণন সৃষ্টি করেছে বলে জানায় আমাদের নিজস্ব প্রতিনিধিকে আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254