1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

পাইকগাছা কয়রার শিববাটী ও চাঁদআলী ব্রিজের টোল অবমুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দীনেশ চন্দ্র রায়
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

পাইকগাছা কয়রার শিববাটী ও চাঁদআলী ব্রিজের টোল অবমুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি। পাঠানোর তথ্যমতে।

পাইকগাছা ও কয়রার আলোচিত শিববাটী ও চাঁদআলী ব্রিজের টোল স্থায়ীভাবে অবমুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শিববাটী ব্রীজে মানববন্ধন করে পাইকগাছার ছাত্রজনতা। অন্যদিকে এর আগে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা ও স্থানীয় বিএনপি।

ছাত্র জনতা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন এডভোকেট রুহুল আমিন, এসকে মহিবুল্লাহ, আব্দুল কাদের নয়ন, তামিম রায়হান, আল মামুন, আসলাম পারভেজ, মেজবাহ, হাফিজ বিন তারেক, ফসিয়ার রহমান রনি, শাহাদাৎ হোসেন, আরিফুল ইসলাম রনি, তামিম, শহিদুল ইসলাম, তানভীর হোসেন গাজী, জাবির, মিনারুল ইসলাম, সোহান ও সামাদ। মানববন্ধনে শত শত ছাত্র জনতা বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে শিববাটি ব্রীজের টোল স্থায়ীভাবে অবমুক্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, ২০১০ সালে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। খুলনা-এর অধীন বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা (জেড-৭৬০৪) জেলা মহাসড়কের ৩৩তম কিলোমিটারে অবস্থিত শিবসা সেতু হতে পারাপারকারী যানবাহনের টোল আদায়ের নিমিত্তে ইজারা প্রদান করা হয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তারা শিববাটি ব্রীজের টোল ঘর ভাংচুর ও টোল আদায় বন্ধ করে দেয়। এতে ছাত্রদের প্রতি সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেন জনপদের সাধারণ মানুষ। এসময় তারা স্থায়ী টোল আদায় বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অপরদিকে জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর মাধ্যমে খুলনা জেলা প্রশাসক বরাবর প্রদান করেছেন পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254