পাইকগাছা হাসপাতালে দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারি ; অসুস্থ রোগীর মৃত্যু।
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা ( খুলনা) প্রতিনিধির পাঠানো তথ্য মতে।
খুলনা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে হাসপাতালের মধ্যে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। এসময় খুকুমণি (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। যদিও এটি স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক সহ রোগীর স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার রাড়ুলী ইউপির আরাজি ভবানিপুর গ্রামের মৃত আলী সানার স্ত্রী খুকুমণি (৭৫) কে পেটে ব্যাথার কারণে বৃহস্পতিবার সকাল ৯ টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। অপরদিকে তার পাশেই বুধবার ভর্তি করা হয় লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের মৃত হোসেন মালির ছেলে মোকছেদ মালি (৫৫) কে। এদিকে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে। খুকুমণির ছেলে হাফিজুল ইসলাম বলেন আমার বোন আসমা বাথরুমে যাওয়ার সময় পাশের রোগী মোকছেদ মালির ফ্যানের বিদ্যুতের তার পায়ে বেঁধে আঘাত প্রাপ্ত হয়। বিষয় টি নিয়ে কথা বলায় রোগী সহ তার স্ত্রী মজিদা বেগম এবং মেয়ে মিনারা ও ছেলে কওসার ক্ষিপ্ত হয়ে আমাদের রোগীর কাছে এসে চেচামেচি করে আমাদের কে মারপিট করতে থাকে। এসময় আমার মা খুকুমণির করুণ মৃত্যু হয়। অন্য দিকে মারামারি ঠেকানোর চেষ্টা করা হয় এবং রোগীর মৃত্যুর বিষয় টি দুঃখজনক বলে জানান মোগছেদ মালির মেয়ে মিনারা। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আরিফুল ইসলাম সহ থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করে বিষয় টি খতিয়ে দেখেন। এ প্রসঙ্গে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল বলেন তুচ্ছ ঘটনা নিয়ে রোগীর স্বজনদের মধ্যে গোলযোগ হয় ঠিকই কিন্তু অসুস্থ রোগীর মৃত্যুর হয় স্বাভাবিক।
Leave a Reply