খুলনা পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অনুষ্ঠানটি জাতীয়ভাবে একযোগে সারাদেশে অনুষ্ঠিত হয়। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্র্রচার ও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা ড. শারমিন মুর্শিদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। বক্তব্য রাখেন এসআই আতিকুর রহমান আতিক, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, উপ সহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক ও জুলাই আহত যোদ্ধা রানা শেখ।
Leave a Reply