1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

ফেসবুকে হারনো মেয়ে ফিরে পেল পরিবার পাইকগাছায় ফুটপাতে ভুমিষ্ট শিশু’র মা পরুলের ঠাই হবে পাবনা হাসপাতালে ।

দীনেশ চন্দ্র রায়
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ফেসবুকে হারনো মেয়ে ফিরে পেল পরিবার পাইকগাছায় ফুটপাতে ভুমিষ্ট শিশু’র মা পরুলের ঠাই হবে পাবনা হাসপাতালে।
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা খুলনা প্রতিনিধি।

খুলনার পাইকগাছার পৌর সদরের ফুটপথে ভুমিষ্ট কন্যা সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন পারুলের এখন ঠাই হবে পাবনা মানসিক হাসপাতালে। সোমবার বিকেলে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র আরএম’ও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস পারুল আক্তারকে বাবা-মায়ে’র কাছে হস্তান্তর করলে তারা পাবনার উদ্দেশ্য রওনা হয়।
জানাগেছে, উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বে পারুল আক্তারকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হবে।
পারুল আক্তার বরগুনা জেলার বেতাগী’ উপজেলা উত্তর চান্দুখালী গ্রামের আলমগীর হোসেন মেয়ে। তার পরিবার বলছেন ১২ বছর পুর্বে ৮ম শ্রেনীতে পড়া অবস্থায় পারুলের মানসিক ভারসাম্য হারিয়ে যায়।
এরপর একদিন সে বাড়ী থেকে হঠাৎ নিরুদ্দেশ হয়। আর কখনো খুজে পাওয়া যায়নি।

এদিকে হারানো মেয়ের সন্ধ্যান পেয়ে বাবা আনোয়ার হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, গত ১৯ মাস ধরে বড় মেয়ে পারুল নিরুদ্দেশ ছিল। দেশের বিভিন্ন স্থানে খুজেছি কিন্তু কোন সন্ধান মেলেনি, শেষ পর্যন্ত সন্তান প্রসাব ও তাকে হাসপাতালে ভর্তির ঘটনা ফেসবুকের কল্যানে দেখতে পেয়ে মেয়েকে চিনতে পেরে ছুটে আসি।

সংশ্লিষ্টরা বলছেন, ক’দিন পুর্বে মানসিক ভারসাম্যহীন পারুলের জন্ম নেওয়া ফুটফুটে কন্যা সন্তান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা সমাজসেবা অফিসের তত্বাবধানে আছে এবং এ শিশুটির দত্তক দেবার দেয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254