জুলাই স্মৃতি আন্তঃ একাডেমি কাপ
ফুটবলে সূচনা ম্যাচে জুনিয়র দল ৭-২ গোলে জিতেছে
শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি , চট্টগ্রাম।
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ৩য় আয়োজন আন্তঃ একাডেমি কাপ (জুলাই স্মৃতি বিশেষ টুর্নামেন্ট-২৫) আজকের সূচনা ম্যাচে জুনিয়র দল (১৩,১৪,১৫)৭-২ গোলে জিতেছে।
শুক্রবার বিকেলে সিডিএ বালুর ২নং মাঠে অনুষ্ঠিত খেলায় মাহিনের ৪,জিসান২,আবিদ ১ গোল করেন। পরাজিত সিনিয়র দল (১৬-১৭+) এর আরিফ, ফাহিম গোল দুটি করেন।
খেলা পরিচালনা করেছেন মাঠ সহ সমন্বয়কারী ওমর ফারুক সাহেব , সহকারী ছিলেন নিহাল ও সাঈদী সাহেব। কাল শনিবার বিকেলে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানা যায়।
আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের মাহিন।এর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন ও খেলা পরিদর্শন করেন উপ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি,মুক্তিযোদ্ধা সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুন মহোদয়,সাবেক ফুটবলার মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয় , উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন এবং জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক, একাডেমির টিম ম্যানেজার, পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা মহোদয় ।
আয়োজকরা আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান
যে আগামীকাল শনিবার বিকেলে জুলাই স্মৃতি ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে একাডেমির উপদেষ্টা একাদশ ও পরিচালনা পর্ষদ একাদশ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে একাডেমির পরিচালক সদস্য,উপ কমিটির নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান সময়ের তারকা খেলোয়াড় গণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।।
Leave a Reply