মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি নোয়াপাড়া কচুখাইন শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী ও কারবালা মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি , চট্টগ্রাম
রাউজানের কচুখাইন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিগত ৭ আগস্ট রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াপাড়া কচুখাইন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), আহলে বাইতে রাসুল (দঃ) স্মরণ, আধ্যাত্মিক মহাপুরুষ শাহেন শাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) এর ফাতেহা শরীফ, মাইজভান্ডারী তরিকতের বিশেষ আলোচনা, কারবালা মাহ্ফিল ও তবররুক বিতরণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোহাম্মদ শুক্কুর সওদাগর সাহেব এবং সঞ্চালনা ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন হাফেজ মোঃ শওকত রেজভী সাহেব। উদ্বোধনী বক্তব্য দেন কচুখাইন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ইরফানুল্লাহ আল-কাদেরী সাহেব ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. ন. ক. ম. আকবর হোসেন মহোদয়। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম গাউসুল আজম মাইজভান্ডারী মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মুজিবুল হক মাইজভান্ডারী মহোদয় ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ ইউসুফ আলী মহোদয় , কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী মহোদয় , জোন সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন মহোদয় , রাউজান (গ) শাখার সমন্বয়কারী কাজী মোহাম্মদ আসলাম মহোদয় , টিটন বৈদ্য এবং মোহাম্মদ আক্কাস উদ্দীন (মানিক) মহোদয় ।
বক্তারা তাঁদের বক্তব্যে কারবালার মহান আত্মত্যাগ, আহলে বাইতের শিক্ষা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ)-এর আধ্যাত্মিক জীবন ও তরিকতের গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা করা হয়।
মাহ্ফিল শেষে মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বশান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও মাইজভান্ডারী ভক্তবৃন্দের উপস্থিতিতে মাহ্ফিল সার্থক ও মহিমান্বিত হয়ে ওঠে। আয়োজকরা আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান আগামীতেও এইরকম আয়োজন অব্যাহত থাকবে।।
Leave a Reply