পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায় সংযোগ সড়ক ঘেষা সরকারী জমিতে পাঁকা স্থাপনা নির্মানের অভিযোগ।
দীনেশ চন্দ্র রায় পাইকগাছা প্রতিনিধি।
পাইকগাছার রাড়ুলীর ষষ্ঠীতলা বাজারের ফুলতলা তিন রাস্তা মোড় হতে বিজ্ঞানী পিসি রায় সংযোগ সড়ক ঘেষা সরকারী জমিতে পাঁকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানালেন, এলাকার জনপ্রতিনিধি,তহশীলদারসহ অনেকেই নিষেধ করা সত্বেও আলী বক্স গাজী নামে এক ব্যক্তি সড়কের পাশ বরাবর এ স্থাপনা নির্মান করছেন।
শনিবার দুপুরে সরেজমিনে জানাগেছে, রাড়ুলীর ৩নং ওয়ার্ডের মৃতঃ রহমান গাজীর ছেলে আলী বক্স নামে এক ব্যক্তি ষষ্ঠীতলা বাজারের ফুলতলা তিন রাস্তা মোড়ে’র বসতবাড়ির সামনে বিজ্ঞানী পিসি রায় সংযোগ সড়কের পাশ দিয়ে পাঁকা স্থাপনা নির্মান করছেন।
এ সম্পর্কে ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ ইলিয়াস আলী মোড়ল ও ব্যবসায়ী হাফিজুর রহমান জানান,ফুলতলা তিন রাস্তা মোড় হতে বিশ্বখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের বাড়ী ও রাড়ুলী ইউনিয়ন পরিষদ অভিমুখি সড়কটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। এর পরেও ঝুকিপূর্ণ এ সড়কের পাশ বরাবর সরকারি জমির উপর আলী বক্স নামে এক বাসিন্দা তার বাড়ীর সামনে পাঁকা বাড়ি নির্মান করছেন। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ করেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মোড়লসহ অনেকেই নিষেধ করা স্বত্ত্বেও নির্মান কাজ বন্ধ হচ্ছে না।
অভিযোগ সম্পর্কে আলী বক্স গাজী জানান, আমার বসতবাড়ীর সামনে অল্প-স্বল্প সরকারি জমি থাকতে পারে। নির্মান কাজ বন্ধের কথা বলে তিনি পরবর্তীতে সকলের পরামর্শ ও মতামত নিয়ে নির্মাণ কাজ করবেন বলে জানান।
এ বিষয়ে রাড়ুলী ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ( তহশিলদার) জাকির হোসেন বলেন, বিজ্ঞানী পিসি রায় সংযোগ সড়ক ঘেষা সরকারি জায়গায় কোন ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মান করলে তা উচ্ছেদ করা হবে।
Leave a Reply