চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশে অভিভাবকদের প্রতি শিক্ষকদের পরামর্শ প্রদান।
শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি , চট্টগ্রাম।
বাংলাদেশের বিশেষায়ীত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের শীর্ষ পর্যায়ের চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপুর্ন অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগষ্ট ২০২৫ ইংরাজি সোমবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন, স্কুলের নব যোগদানকৃত প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মুহাম্মদ তজল্লী আজাদ মহোদয় ।
শিক্ষক তারেক আজিজ মহোদয়ের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে ছাত্র ছাত্রীদের পড়া লেখার কৌশলগত দিক নিয়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দিবা শাখার সহঃ প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু আশিষ কুমার শীল মহোদয় , নবম শ্রেনী ‘খ’ শাখার শ্রেনী শিক্ষক মোহাম্মদ বদরুল কাদের মহোদয় ও ‘ক’ শাখার শ্রেনী শিক্ষক তারেক আজীজ মহোদয় ।
অভিভাবক সমাবেশে বেশ ক’জন অভিভাবক অভিভাবিকা তাদের অভিজ্ঞতালব্দ জ্ঞান সহ সুপরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত শিক্ষকমন্ডলী অভিভাবকদের বক্তব্য মনযোগ সহকারে শোনেন এবং পরবর্তীতে তাদের বক্তব্যে অভিভাবকদের সকল জিজ্ঞাসা ও পরামর্শের সন্তোষজনক জবাব প্রদান করেন।
সবশেষে সভাপতির বক্তব্যে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এবং সমাবেশের সভাপতি মুহাম্মদ তজল্লী আজাদ বলেন, চলতি বছরের শুরু থেকে দেশের পট পরিবর্তনের প্রভাব, কারিক্যুলামে পরিবর্তন, রমজানের লম্বা ছুঠি,এসএসসি পরীক্ষা, ঈদুল আজাহা ও গ্রীস্মের লম্বা ছুটি সহ করোনা, ডেঙ্গু চিকনগুনিয়া রোগের নেতিবাচক প্রভাবের কারনে অর্ধবার্ষিকী পরিক্ষার আগে ছাত্র ছাত্রীরা তেমন বেশি ক্লাশ করার সুযোগ না পাওয়ায় শিক্ষার্থিরা কাংখিত ফলাফল অর্জনে ব্যর্থ হওয়ায় বার্ষিক পরিক্ষার আগেই শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার ঘাটতি পুরন করে নিয়ে বিদ্যালয়ের কাংখিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে বলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে আমাদের নিজস্ব প্রতিনিধিকে জানান। শিক্ষার্থীদের শিক্ষার কাংখিত লক্ষ্যে পৌঁছতে সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক সহ অভিভাবকদের নিয়মিত কন্ট্রিবিউশন, তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাটানো সহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply