1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

পাইকগাছায় ভাইয়ের বিরুদ্ধে বোনের ঘেরা বেড়া ভাংচুর করে বিতাড়িত করার অভিযোগ।

দীনেশ চন্দ্র রায়
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পঠিত

পাইকগাছায় ভাইয়ের বিরুদ্ধে বোনের ঘেরা বেড়া ভাংচুর করে বিতাড়িত করার অভিযোগ
দীনেশ চন্দ্র রায়পাইকগাছ (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় ভাইয়ের বিরুদ্ধে ইউপি সদস্য বোন অরুনার ঘেরা বেড়া ভাংচুর করে বিতাড়িত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন লস্করের মহিলা ইউপি সদস্যা। ঘটনাটি ঘটেছে লক্মীখোলা গ্রামে। বাড়িতে থাকতে না পেরে অরুনা এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে।
অভিযোগে জানাগেছে, লস্করের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অরুনা বেগম মা জয়গুন বিবির ওয়ারেশ সুত্রে লক্মীখোলা মৌজায় ৩ টি দাগে সাড়ে ৯ শতক ভিটেবাড়ী জমিতে বাড়ি ঘর বেধে বসবাস করছেন। বর্তমান জরিপে ওই জমি ইউপি সদস্য অরুনার নামে রেকর্ডও হয়েছে। সম্প্রতি কালে ঝড়ে তার বসতঘরটি ভেঙে পড়ে।
অরুনার অভিযোগ এরইমধ্যে ঘর মেরামত করতে গেলে ভাই মোস্তফা মোল্লা ও ভাইপো আলী মোল্লাসহ তার বৌ আমার কোন জমি দিবে না বলে মারপিটের হুমকি দিয়ে ঘেরাবেড়া সব কিছু ভাংচুর করে ক্ষয়ক্ষতি করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত প্রতিকার চেয়ে অরুনা বেগম মোস্তফা ও তার ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে ইউ এনও মাহেরা নাজনীন এর কাছে অভিযোগ করলে তিনি থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন। জানাগেছে পুলিশ দুপক্ষকে ডাকলে মোস্তফা এ বিষয়ে কোন সাড়া দেয়নি। তবে এ মুহূর্তে অরুনা বেগম অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয় মোস্তফা মোল্লা জানান, আমার বোন যে জমি পাবে তা বিক্রি করেছে। আর যদি কোন জমি পায় তাহলে আইনের মাধ্যমে নিতে হবে তাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254