1. sajalnath8181@gmail.com : admin2020 :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আগমনী বার্তা-আহ্বায়ক রতন কুমার নাথ, উদ্বোধক লায়ন আসলাম চৌধুরী এফ সি মহোদয়।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৮ বার পঠিত

কথা৭১.টিভি ডেক্স।

আসছে কানাইয়া, প্রেমে ভরে উঠুক সংসার” ২০২৫ জন্মাষ্টমী উপলক্ষে আগমনী বার্তা ও উৎসবের রঙে রঙিন হবে সনাতন সমাজ, বাংলাদেশ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে আগামী ১৬ই আগস্ট ২০২৫ রোজ শনিবার সকাল ৮ টা থেকে সমম্বয় সম্প্রীতি শোভাযাত্রা গীতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আসবে শ্যাম, বাজবে বাঁশি, বৃন্দাবনের বাতাসে ছড়িয়ে পড়েছে প্রেমের আগমনী সুর।
এমনই শুভ আগমনী বার্তায় মুখরিত সনাতন ধর্মাবলম্বীদের ঘর ও মন। শ্রাবণ মাসের পূর্ণিমার পরে যখন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আসে, তখন সমগ্র ব্রহ্মাণ্ডে এক অলৌকিক আনন্দ ছড়িয়ে পড়ে। এই পবিত্র রাতে যশোদার আঙিনায় লীলাময় বালকৃষ্ণের জন্ম হয়। এই দিনটি কেবল কোনও অবতারের স্মৃতি নয়, বরং ধর্ম, ভক্তি এবং প্রেমের এক অফুরন্ত ধারা। শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী সারা বিশ্বে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়।

ধর্মীয় গ্রন্থ অনুসারে, যখন পৃথিবীতে অধর্ম, পাপ এবং অন্যায় অনেক বৃদ্ধি পায়, তখন ঈশ্বর ধর্ম প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে অবতার ধারণ করেন। শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন,

যদা যদা হি ধর্মস্য জ্ঞাননির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম শ্রীজাম্যহম ॥

অর্থাৎ, যখনই ধর্মের ক্ষতি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি।
কলিযুগ শুরুর আগে দ্বাপর যুগে, যখন কংসের অত্যাচার চরমে ছিল এবং পৃথিবী ঈশ্বরের কাছে সুরক্ষার জন্য প্রার্থনা করছিল, তখন শ্রী হরি বাসুদেব ও দেবকীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করার সংকল্প করেন। অন্ধকার মধ্যরাতে, প্রবল বৃষ্টিপাত, বধির বজ্রপাত এবং প্রকৃতির নীরব সাক্ষী হয়ে, কারাগারের চার দেয়ালের মধ্যে, মথুরার কারাগারে, অষ্টমী তিথিতে, রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের দিব্য অবতার সংঘটিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, তাই প্রতি বছর এই তিথিতে ভগবানের অবতার দিবসটি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিসাবে পালিত হয়।এই বছর শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ১৬ আগস্ট পালিত হবে। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, অষ্টমীর শুভক্ষণ ১৫ আগস্ট রাত ১১:৪৯ মিনিট থেকে শুরু হবে এবং পরের দিন ১৬ আগস্ট রাত ৯:৩৪ মিনিটে শেষ হবে। সনাতন ঐতিহ্যে উদয়তিথির গুরুত্ব রয়েছে, তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এবং দহি হান্ডি উৎসব ১৬ আগস্ট পালিত হবে।জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের মন্দিরে মন্দিরে শুরু হবে ধর্মীয় অনুষ্ঠান, সংকীর্তন, গীতা পাঠ ও শিশু-কৃষ্ণ সাজানোর প্রতিযোগিতা। ভোর থেকে শুরু হওয়া এই আয়োজনে যোগ দিবেন নানা বয়সী ভক্তরা।

আগমনী বার্তায় বলা হয়েছে,আসছে কৃষ্ণ—অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠায়। আসছে করুণা, দয়া,প্রেম ও সত্যের বার্তা নিয়ে। সীতাকুণ্ডে এবারের শোভাযাত্রায় দেখা যাবে।শিশু-কিশোরদের হাতে বাঁশি, মাথায় মোরপঙ্খি মুকুট—সাজানো হবে কানাইয়া রূপে। মন্দির প্রাঙ্গণ ও র্যালিতে চলবে ভজন, কীর্তন আর কৃষ্ণ নাম সংকীর্তনে আনন্দোৎসব।
সন্ধ্যা নাগাদ হাজার হাজার ভক্ত উপবাস পালন শেষে শ্রীকৃষ্ণের জন্মলগ্নে আরতিতে অংশ নিবেন। মধ্যরাতে কৃষ্ণ জন্মের মুহূর্তে বাজানো হবে শঙ্খ, ঢাক ও কাঁসর। আকাশ-বাতাস মুখর হয়ে ওঠবে“জয় শ্রীকৃষ্ণ”-এর ধ্বনিতে।

শোভাযাত্রার উদ্বোধক লায়ন আসলাম চৌধুরী এফ সি এ মহোদয় , জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে কথা৭১টিভিকে বলেছেন,শ্রীকৃষ্ণের জীবনাদর্শ আমাদের সমাজে সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠায় প্রেরণা জোগায়। পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু রতন কুমার নাথ বলেন,আগমনী বার্তা আমাদের মনে করিয়ে দেয়—ভগবান বারবার আসেন ধর্ম রক্ষার জন্য, মানুষকে সত্যের পথে ফেরাতে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কঠোর নিরাপত্তা জোরদার করেছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে আমরা নজর দারি রাখছি।
জন্মাষ্টমীর আগমনী বার্তা কেবল একটি ধর্মীয় অনুভূতি নয়, এটি ন্যায়, প্রেম, ভক্তি ও মানবিকতার আহ্বান। আসুন, শ্রীকৃষ্ণের আগমনী দিনে তার শিক্ষা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাই শান্তি ও সত্যের পথে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254