বোয়ালখালীতে পল্লী চিকিৎসকের মুচলেখা ও জরিমানা আদায় করা হয়েছে।
শেখ শহীদুল হক বাবলু নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম ।
বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকার ফার্মেসির দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
বিগত মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ইংরেজি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ মহোদয় এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ মহোদয় আমাদের গণমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষধ বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা জিএস স্টোর এর স্বত্ত্বাধিকারী শ্রীযুক্ত বাবু রাজীব চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫ হাজার, মাস্টার মেডিকোর স্বত্ত্বাধিকারী শ্রীযুক্ত বাবু রয়েল চৌধুরীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করায় পল্লী চিকিৎসক শ্রীযুক্ত বাবু স্বপন চৌধুরীর কাছ থেকে পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা গ্রহণ করে সতর্ক করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।।
Leave a Reply