অবিনশ্বর এক নাম
আরিফ চৌধুরী
(জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধায় নিবেদিত)
অবিনাশী এক নাম,
যে নামের উচ্চারণে কেঁপে উঠে এই বাংলা
তার তর্জনী উঁচিয়ে থাকা মুষ্টিবদ্ব হাতে
এ কোন মন্ত্র জপেছিলো সেদিন
যে মন্ত্র ধ্বনিত হয়েছিলো
দিক থেকে দিগন্ত বিস্তৃত ধ্বনিতে,
তার বজ্রকন্ঠের বাণীতে মানুষ জেগে উঠেছিলো নতুন এক চেতনায়,
মৃত্যু ভয়কে জয় করে ঝাপিয়ে পড়েছিলো ফিরে আনতে স্বাধীনতা।
মৃত্যু তাকে থামাতে পারেনি একটুও মৃত্যুর রক্ত ফোঁটায় ফোঁটায় ছড়িয়েছে মানুষের মন থেকে মনের গভীরে।
অবিনশ্বর জীবনের কাছে তিনি মানুষ মানবতার অধিকারের কথা বলতে এসেছিলেন
তার মৃত্যু আমাদের অপরাধী করে দেয়
আমরা পেরিয়ে যাই
সমগ্র মানচিত্রের মতো বিশালতায় এক জীবনে।
যে স্বাধীনতার জন্য অপেক্ষায় ছিলো সাত কোটি জনতা,
সে স্বপ্নবাণ পুরুষের জন্য অনন্ত প্রার্থনায় নত হই আমরা আজ
আমরা পেরিয়ে যাই সকল তমস
কেটে দিগন্ত ছোঁয়া আলোর পথে।
সে এক অবিনাশী নাম আমাদের মননে স্বতন্ত্র পরস্পরায়
আমাদের হ্যদয়ের গভীরে অন্তকালের যাত্রার সঙ্গী হয়ে যায়।
তার চেতনা আমাদের অস্তিত্বের জাগ্রত অহংকার বিচূর্ণ ছায়ার মতো আমাদের চোখের আলোয় ভরা পৃথিবীতে জেগে থাকে।
সে এক অবিনাশী নাম আমাদের অনন্তকালের যাত্রায় আমাদের পথ করে দেয়
,হাজার বছরের ইতিহাসের এক অবিনাশী শ্লোগানে মুখরিত ধ্বনিতে
আমাদের যাপিত স্বপ্ন ও স্বত্বায় আমরা
প্রাণিত বিশ্বাসে জড়িয়ে রাখি বুকে।
Leave a Reply