1. sajalnath8181@gmail.com : admin2020 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

আরিফ চৌধুরী।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার পঠিত

কবি আরিফ চৌধুরী।

নতুন কবিতা
১.
কুহুক সময়
***★********
এ কোন সময়ের বৃত্তে ঘুরছি প্রতিদিন
কুহুক সময়ে ঐন্দ্রজলিক এক যাদুকর চোখের সামনে ঘোরায় শলাকা,
মাতাল এ শহরের ঘরে ঘরে আজ মিথ্যাচার,নিয়ত মন্তাজ,
যৌবনের স্বপ্ন ফেরি করে বেড়ায় অন্ধকারে যৌবনবতী নারী
গড্ডালিকা প্রবাহে ভাসে রাজনীতির নান্দীপাঠ,
কুহুক সময়ে রৌরব ছড়ায় এ শহরে কোন সে মাতাল,শহরের গলির মুখে কিশোর গ্যাংয়ের জটলা,
তবুও জোছনার আলো নেই,মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টির কান্না ঝরে,
অশ্বারোহীর চকিত পথচলায় ধুনন বাজে
রাত্রি ঘোরাল হয়ে উঠে,
পূর্বাপর স্মৃতি নিয়ে এ শহরের রাত্রিতে বৃষ্টিস্নাত সময়ে মাতাল মধুকর আসে সময়ের ঘোরে, ছুটে চলে আজানার পথে।
২.
এই শহরে
**************
এই শহরকে বড় বেশি একা, অচেনা মনে হয়
শিরিষ তলায় মুখোশ নিয়ে এক দাবীতে জনতার মানববন্ধন,
নন্দনকাননে পলাশ ফোটেনা, জ্বলেনা আলো বাটালী হিলের টাওয়ারে,মহুয়া দুপুরে বিরহে ডাকে কাঁক,গভীর নিশিযাপন যখন রাত্রি নামে অলীক শহরে বিকিকিনির হাটে রৌরব কালো হাত মেলে ডানা,
ঝাড়বাতি নেই,আলো আঁধারে ল্যাম্পপোষ্ট মৃতপ্রায়,
বউয়ের বাদ্য বাজেনা, বাজেনা মালকাবানুর গান,কপিশ চোখে অর্হনিশ ঘোরে এ শহরে দলছুট ডাকাত দল, পাবলিক লাইব্রেরিতে ঝিমোয় বসে চেয়ার টেবিল,আসে না কেউ, লাশ কাটা ঘরে অন্ধকার খেলা করে,
অনাবৃষ্টির এ শহরে মানুষের ভালোবাসা ঘরহীন ঘরে আটকে আছে দীর্ঘসময়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254