প্রধানমন্ত্রীর জন্মদিন পালন।
শুক্লা আচার্য।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৫ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম যুব মহিলা লীগ এর জন্মদিন পালন করে থাকেন।
অনুষ্ঠানে সভাপত্বি করেন ৩০ নং ওয়ার্ড পুব মাদার বাড়ী যুব মহিলা লীগের সভাপতি জিন্নাত সুলতানা ঝুমা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম যুব মহিলা লীগ এর আহবায়ক অধ্যাপিকা সায়রাবানু রৌশনী, এতে আরো উপস্থিত ছিলেন সাইকা দুস্ত, কোহিনূর আকতার, ইয়াসমিন, মিনু তাজরিন চৌধুরী, ফুলোরানী দাশ, নাজমা সুলতানা নুপুর, রানী আকতার, আয়শা মনি, দীপানিতা, সংগীতা বড়ুয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মিলাত মাহফিল এর আয়োজন করা হয়।
Leave a Reply