সুরন্তর সংগীত বিদ্যাপীঠ কতৃক আয়োজিত kotha71 tv পরিচালিত আজকের অনুষ্ঠানের উদ্বোধক রিয়াজ ওয়াইজ
বিশিষ্ট শিল্পপতি, মুখ্য আলোচক
অধ্যাপিকা সায়রা বানু রৌশনি
উপদেষ্টা, Kotha71 tv
বিশেষ অতিথি মো মোস্তফা কামাল
সংগীত শিল্পী ও সংগীত প্রশিক্ষক শিল্পকলা একাডেমি চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুভাশীশ বড়ুয়া
সহকারি পরিচালক
বাংলাদেশ বেতার চট্টগ্রাম।
বিশেষ অতিথি সুব্রত দাশ অনুজ
বিটিভি ও বাংলাদেশ বেতারের সুর ও সংগীত পরিচালক।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন রুবেল আহামদ বাবু
আজীবন সদস্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
সভাপতিত্ব করেন ড মনজুর উল আমিন চৌধুরী
সমাজবিজ্ঞানী, সিনেট মেম্বার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চেয়ারম্যান ঘাসফুল।
স্বাগত বক্তব্যঃ- সরন সাহা
অধ্যক্ষ
সুরন্তর সংগীত বিদ্যাপিঠ।
সুচনা বক্তব্যঃ- রিটন দাশ
সঞ্চালনায়ঃ- লাকী পালিত,অংকিতা আচার্য্য, রিয়া বণিক ও শ্যামল কুমার নাথ।
সুরের তরী সংগীত প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন তাদের মাঝে kotha71 tv পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল অংশ গ্রহণদের মাঝে সাটিফিকেট দেওয়া হয়
ভক্তিমূলকঃ
১ম স্থানঃ- ইশা দে
২য় স্থানঃ- স্বর্না দাস
৩য় স্থানঃ- মম দাশ
৩য় স্থানঃ- রিসিকা দাশ
দেশের গানের ফলাফল।
১ম স্থানঃ-বণা বিশ্বাস।
২য় স্থানঃ- উর্মি নাগ
৩য় স্থানঃ- প্রিয়ন্তি বড়ুয়া পিউ
ছড়াগান প্রতিযোগিতার ফলাফল
১/অনুরাধা দেবী
২/অঙ্কিতা সাহা
৩/অর্ণব সাহা
আধুনিক গান
১ম স্থানঃ- তুলি তালুকদার,
২য় স্থানঃ- মীম দাশ,
৩য় স্থানঃ-তৃষ্ণা দেবনাথ
৩য় স্থানঃ- অথরা বণিক( টুম্পা)
গুণীজন সম্মাননা স্মরণ পেলেন সুব্রত দাশ অনুজ সংগীত শিল্পী
Leave a Reply