শুভ উদ্ধোধন পদ্মা সেতু
স্টাফ রিপোর্টারঃ -টুটুল কর্মকার।
বিস্তারিতঃ-আজ শনিবার উৎসব মূখর আয়োজনের মধ্যদিয়ে ২৫ জুন ২০২২ ইং তারিখ বাংলাদেশের গর্বের,স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্ধোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বপ্ন বাস্তবায়নের উচ্ছ্বাস,উদ্দীপনা,আবেগ,আনন্দে মেতে উঠেছে বাংলার মানুষ পদ্মা সেতু বাংলাদেশের প্রত্যাশা ও প্রতিঙ্গার মেলবন্ধন,পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয়,এটা দেশের সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক।
আত্মমর্যাদা সম্পুন্ন বাঙালির গৌরবের আরেকটি নতুন সংযোগ স্থাপন করেছেন পদ্মা সেতু,শুধু দক্ষিণবঙ্গ নয় সমগ্র বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে পদ্মা সেতু।
কাটবে সাধারণ মানুষের ফেরী ঘাটের দুর্দশার ৩০/৩৫ বছরের চিরচেনা চিত্র পাল্টে যাবে পদ্মা সেতুর মাধ্যমেই, বাড়বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি,ব্যবসা বাণিজ্যিক প্রসার হবে কল্পনাতীত,কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু
অভিনন্দন বাংলাদেশ এই সেতুর মর্ম কি তা এপারের মানুষ জানবে না৷ ফেরী ঘাটের জ্যামে কিংবা খারাপ ওয়েদারে আটকে থাকা মানুষগুলাই জানে এই সেতুর গুরুত্ব ,জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক।
Leave a Reply