চুম্বন চুম্বক
কলমেঃ-সঞ্চিতা সেনগুপ্ত।
……………….
ওষ্ঠ যুগল সুন্দরের সংজ্ঞা বহে,
ঠোঁটে অম্লান হাসির বড্ড অভাব।
চিরল ঠোঁটের হাসি টেনে ধরে পিছু
মন পবনে লাগে দোলা।
ওষ্ঠ যৌনতার তীর্যক গলিত লাভার চিহ্ন
নাঃ ঠিক… তা নয়..!
ঠোঁটে সুন্দরের প্রকাশ নেই !!
হাসির মিষ্টতা হীনতার মরক লেগেছে –
নেই প্রেমের সোহাগ মধুর অর্পণ,
চুম্বনের আবেশ খুঁজে ফেরে না মন,
প্রতিটি ঠোঁট জোড়া বহন করছে বিস্ফোরক
কু শব্দের স্তুপ থেকে কুড়িয়ে আনা বারুদ বলয় ওষ্ঠ।
কদর্য মনোবৃত্তি শব্দ তরঙ্গে প্রকাশ পায়,
ঠোঁটের আগল খুলে
ঠোঁট ভর্তি ধিক্কারের থুতু ছিটিয়ে দাও
আগল হীন অহং ঠৌঁটের উদ্দেশ্যে।
কু বাক্য প্রয়োগে রুচিহীন ঠোঁটেরা প্রসিদ্ধ।
প্রেম হীন ঠোঁট নিষ্ঠুরতার প্রতিক,
সুন্দরের পূজা ছেড়ে ঠোঁট আসুরিকতায় মত্ত,
বিভ্রান্ত অসহিষ্ণু হরেক মাল বিপনি।
ওষ্ঠের আড়ালে অপেক্ষমান দাঁত
বিষময় কামড়ে নীল বর্ণ সমাজ
প্রেম হীন, মুগ্ধতা হীন, বাসনা বিলাস হীন,
আকর্ষণ হীন তাড়নায় পূর্ণ পাত্র ঠোঁটের চুম্বন।
বড্ড অসহায়, ঘৃণিত, হীনমন্যতায় কাতর
ক্লান্ত জীবনে সংজ্ঞা খুঁজে মরে চুম্বন!!
বিষাক্ত চুম্বন অসুস্থ সমাজের কলুষিত ছবি আঁকে।
একলা হয়ে ভ্রান্ত দিশা হীন আফসোস বুকে।
ঈশ্বরের অপার দান প্রেমময় নিবিড় বন্ধন।
আলিঙ্গনের সাথে প্রেম মধু ঝরানো চুম্বন
এত স্বর্গীয় অনুভূতি তারে বহিবে কে?
ধারণ ই বা করিবে কে?
মন কুসুমে গাঁথিবে কে মালা?
চন্দনে চন্দনে শুচিত সুবাসে সাজিবে কে?
ওষ্ঠেরা অসহায় হরিণের মতো চমকিয়া
উঠে লজ্জায়….
সন্তান কোলে মাতৃ ওষ্ঠ
যবে চুমে সন্তান ললাটে
তার চেয়ে মধুরতর আছে কি কিছু
এ জগতে।।
সঞ্চিতা ভট্টাচার্য সেনগুপ্ত।
কোলকাতা, ভারত।।
Leave a Reply