বিজয়ের কথা বলতে এসেছি
সজল কুমার নাথ।
আমি আজ বিজয়ের কথা বলতে এসেছি
আমি আজ মুক্তিযুদ্ধের কথা বলতে এসেছি
আমি আজ আমার ত্রিশ লক্ষ মা বোনদের আত্মাহুতি বলতে এসেছি
আমি বীর শহীদের রক্তের কথা বলতে এসেছি।।
আজ ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দের কথা বলতে এসেছি
যে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে
তাদের রক্তের কথা বলতে এসেছি
যে রক্ত এই বাংলার মানুষ শোধ করতে পারবে না কোন দিনও
এই রক্তের বাঁধন বাংলাদেশ নামক সৃষ্টির কথা বলতে এসেছি।।
আমি বলতে এসেছি আগামীর উন্মোচন আগামীর বাংলাদেশ রক্ষা করার কথা বলতে এসেছি
আমি বলতে এসেছি যাদের আত্মাহুতির বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের কথা বলতে এসেছি,
এই বাংলাদেশ আগামীর প্রজন্মের আলোর বাতিঘরের কথা বলতে এসেছি।।
আমার বাংলাদেশ আমি স্বপ্ন বুনি
আমার বাংলাদেশ আমার গৌরবের কথা বলি
আমার বাংলাদেশ আমার মানচিত্রের কথা বলি
আমার বাংলাদেশ আমার স্বাধীন পতাকার কথা বলতে এসেছি।।
এই বিজয় আমার
এই বিজয় তোমার
এই বিজয় আমাদের
এই বিজয় তোমাদের
আমি আজ বিজয়ের কথা বলতে এসেছি।।
Leave a Reply