চাকরি টা হয়ে যাক।
কলমে:-সজল কুমার নাথ।
একদিন চাকরি হলে তোমার সমস্ত আশার দুয়ার খুলে দিবো ওগো প্রিয়,
তোমার সমস্ত কষ্ট যাবে চলে,
আর অশ্রু টলটল করবে না কোন দিনও,
চাকরি হলে কেবল শাড়ি গয়না আরো কত কি কিনবো তোমার জন্যে,
সুখ দেবো রাশি রাশি,ভালোবাসা চির সাথি,
শুধু চাকরি টা হয়ে যাক।
একেক দিন একেক রঙের শাড়ি কিনে এনে বললো এই দেখো আজ তোমার জন্য একটা নীল শাড়ি এনেছি,
তোমার সমস্ত কষ্ট মুছে দিবো বলেই তোমার হাত ধরে প্রতিজ্ঞা করেছি,
প্রতি মাসে একটি করে নতুন শাড়ি দিবো এনে।
শুধু চাকরি টা হয়ে যাক।
বৈশাখতে বৈশাখী শাড়ি
জৈষ্ঠ্যমাসে ফল ছাপানো রঙ্গিন শাড়ি,
আষাঢ় মাসে কালো মেঘের মতো আনবো একটা শাড়ি,
শ্রাবণ মাসে বৃষ্টি হোক তবু্ও আনবো শাড়ি।
ভাদ্র মাসে ভাদ্রের শাড়ি
আশ্বিন মাসে কাশফুল রংএর শাড়ি,
কার্তিক মাসে হলুদ আকাশ রং-এর ছাপানো আনবো একটা শাড়ি,
অগ্রহায়ণ মাসে কুয়াসার রং-এর আনবো একটা শাড়ি।
পৌষ মাসে শীত এর শাড়ি আনবো খুঁজে একখানি
মাঘ মাসের মোটা শাড়ি আনবো খুঁজে তাড়াতাড়ি।
ফাগুন মাসে নানান রঙ্গের ফুল ফুটানো শাড়ি, শিমুল পলাশ আরো কত ফুল দেবো ভরি ভরি,
চৈত্র মাসে গরম পড়ে তাই তো নরম শাড়ি।
বছর শেষে সব মিলিয়ে ভালোবাসো যদি,
সারা জীবন আগলিয়ে রাখবো বন্দনা করি,
শুধু চাকরি টা হয়ে যাক।
প্রতি মাসের নতুন শাড়িতে ঘুরতে যাবো নতুন কোন জায়গায়,
তোমার মাঝে সমস্ত কথা শুনবো এক-এক করে,
মিশিয়ে দিবো ভালোবাসা বিলিয়ে দিবো হৃদয়ে প্রেম কথা,
আমি তো পুরুষ তাই বলছি চাকরি টা হয়ে যাক দেখবে তুমি আমার পুরুষত্ব কতটা খাঁটি।
শুধু চাকরি টা হয়ে যাক।
চাকরি টা হয়ে যাক দেখবে তোমার নতুন সাজ।
আলমারি তে ভত্তি থাকবে কত রং এর শাড়ি
শুধু কিছু দিন অপেক্ষা করো এই রইলো তোমার কাছে মিনতি,
চাকরি টা হয়ে যাক আমাদের দেখবে জগতবাসী।
শুধু চাকরি টা হয়ে যাক।।
Leave a Reply