কবিতাঃ- মাগো
কলমেঃ- ইসরাত বিনতে আলম মমি
মাগো আমার এ জীবনে
সবি হলে তুমি
খোদার পরে এজীবনে
তোমায় আমি জানি।।
মাগো আমার এ জীবনে
তুমি সুখের আশাঁ
তুমি না থাকলে পাশে
সবি দুঃখে ভাসা।।
এ জীবনে তোমায় আমি
কেমন করে ভুলি
তোমার পায়ের নিচে মাগো
বেহেশত আমার মানি
তুমি ছাড়া মাগো আমার
জীবন মরুভূমি।
তুমি আমায় করতে সুখি
সব দিলে জলাঞ্জলি
এ জীবন থাকতে মাগো তোমায়
যেন না ভুলি
মরণ যেন হয় গো মা
তোমার চরণ তলে।।
Leave a Reply