বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে নিবেদিত।
তোমার দীপ্ত উচ্চারণে
কলমে:-কবি আরিফ চৌধুরী
তুমি বটবৃক্ষের মতো বিস্তৃত করেছিলে তোমার বুক,
পেতে দেয়া ভালোবাসায়
জড়িয়ে নিয়েছিলে বলেই
আমরা পেয়েছিলাম
জোছনার দীপ্তিময় আলো
নতুন পথচলার সাহস,
তুমি এসেছিলে বলেই
পেয়েছিলাম গৌরবের মানচিত্র, স্বাধীনতার স্বাদ,
লাল- সবুজের পতাকা
অনাবিল মুক্ত জীবনের স্বাধীনতা,
শোণিতে বুকের কাছে পেয়েছি সাহস ও দীপ্ত অহংকার।
সেদিন তোমার দীপ্ত উচ্চারণে জেগে উঠেছিলে সাতকোটি জনতা,
পেয়েছিলো সকল তমসা কেটে জীবনের দীপ্ত আলো।
আবার আসো যদি এ বাংলায়
তোমার পদধ্বনিতে উচ্চারিত হবে নতুন প্রেরণা,
নতুন প্রাণে মননে জাগবে নতুন বসন্ত,
আমাদের মৌলিক স্বত্বায় প্রবাহিত হবে নতুন স্বপ্ন,
সকল বৃত্ত ভেঙে সকল আঁধার কেটে
আমরা নতুন জীবনের পথে
নতুন কোন এক পরিচয়ে
ধ্বনিতে জাগিয়ে সাহস
ফিরে পাবো দৃপ্ত অহংকার।
Leave a Reply