ফুটবল বিশ্বকাপ আর্জেন্টিনার জয়ে আনন্দে উল্ল্যাসে মেতে উঠলেন বাংলার লক্ষ কোটি জনতা।
স্টাফ রিপোর্টারঃ-টুটুল কর্মকার
১৯৮৬ সালে ম্যারাডোনা’র হাতে বিশ্বকাপ,হইতো আমিও নতুন প্রজন্ম দেখিনি, কিন্তু বুদ্বি বয়স থেকে নতুন প্রজন্ম লিও মেসির নাম শুনেছে, তারপর লিওর প্রতি ভালোবাসা জম্ম হলো,ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জিতলেও এখনও বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ফুটবল জাদুকর লিওনেল মেসির। পাঁচটি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত শিরোপার খোঁজে সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার।
২০১৪ বিশ্বকাপ ফাইনাল খেলেছে, অল্পই জন্যই লিও শিরোপা ধরা হয়ে উঠেনি, কেঁদেছিলো লক্ষ কোটি আর্জেন্টিনা ভক্ত,
তারপর দীর্ঘ প্রতীক্ষার পরে ২০২২ এ এই শতাব্দীর সেরা ফুটবলার মেসি’র হাতে বিশ্বকাপ দেখার সৌভাগ্য হলো।লক্ষ কোটি নতুন প্রজন্মের,
এতগুলো বছর ধরে লিও র বুকে বুনে রাখা স্বপ্ন পূরণ হলো আজ, ৩৫ বছরের লোকটার আর্জেন্টিনার জার্সিতে প্রায় ১৭ বছরের ফুটবল ক্যারিয়ার আজ স্বার্থক পেলো,যারা নির্বোধের মতো প্রশ্ন করে যে মেসি দলকে কি দিয়েছে , আজ তাদের লজ্জায় মুখ ঢেকে রাখার দিন, লোকটার হাতে বিশ্বকাপ দেখার স্বপ্ন পূরণ হলো একটা গোটা জেনারেশনের, তাদের রাত জাগা আর গলা ফাটানোর দাম রাখলেন বিশ্বসেরা লিওনেল মেসি,আজ প্রতিটা ফুটবলপ্রেমী মানুষের উচ্ছাসের দিন যারা মনে প্রাণে চেয়েছেন এবারের বিশ্বকাপটা মেসির হাতেই উঠুক,ফ্রান্সের অপ্রতিরোধ্য টিমকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করার জন্য ধন্যবাদ বাঁ পায়ের জাদুকর, আজকের দিনটা ইতিহাস হলো, লিও মেসির এই অধ্যায় আজ থেকে কয়েকশত বছর পরেও মানুষের মুখে মুখে উচ্চারিত হবে, একটা ইতিহাসের সাক্ষী থাকলো গোটা বিশ্ব নতুন প্রজন্ম,
যত খুশি আজ গোডা বিশ্ব হয়েছে তার চেয়েও বেশি কষ্ট লাগছে
নতুন প্রজন্ম কারণ লিওনের মেসিকে আর্জেন্টিনা হয়ে খেলতে দেখা যাবেনা, এটাই শেষ বিশ্বকাপ, লিওর জন্য, ফুটবল যতদিন জিবিত থাকবে ততদিন ই তোমার নাম ইতিহাস হয়ে থাকবে, অনেক অনেক মিস করবে তোমাকে বিশ্ববাসি অনেক অনেক ভালোবাসি তোমাই ফুটবল রাজা লিওনেল মেসি,
Leave a Reply