1. sajalnath8181@gmail.com : admin2020 :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:০২ অপরাহ্ন

চট্টগ্রাম কুলগাঁও জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোঃ রাসেল উদ্দিন।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১২ বার পঠিত

কুলগাঁও জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপের আয়োজনে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল বিপি’র জন্মবার্ষিকী এবং কাব স্কাউট ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত ২২/০২/২০২৩ ইং তারিখে।

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব অসীম কুমার দেব নাথ।এবং সঞ্চালনা করেন জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট দলের লিডার কুলগাঁও সিটি করর্পোরেশন কলেজের রোভার ইউনিটের সাবেক সিনিয়র রোভারমেট মোহাম্মদ রাসেল উদ্দিন, উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব আমিনুল হক খান,জে বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ ইয়াকুব,কুলগাঁও সিটি কপোর্রেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিতাংশু কর,সাবেক স্কুল শিক্ষক জনাব খোরশেদ আলম,মিলেনিয়াম পাবলিক স্কুল এণ্ড কলেজ অধ্যক্ষ জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আসাদ চৌধুরী,সমাজ সেবক জনাব মোহাম্মদ ইসমাইল,সমাজ সেবক জনাব মোহাম্মদ ইকবাল,সমাজ সেবক জনাব মোহাম্মদ জাকির হোসেন,কুলগাঁও প্রত্যাশা ক্লাবের সম্মানিত সভাপতি ও সমাজ সেবক মোহাম্মদ রাশেদ,সমাজ সেবক মোহাম্মদ সোহেল,তরুন সমাজ সেবক তানিম,বক্তারা বিভিন্ন বক্তব্য তুলে ধরেন, কাব স্কাউট নিয়ে, বি.পি বলেন”পৃথিবীটা যে ভাবে পেয়েছ,তার ছেয়ে আরো উন্নত করে রেখে যাওয়ায় চেষ্টা কর”কাব স্কাউট এন বিশ্বব্যাপি এক যুব সংস্থা। এর লক্ষ যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ যাতে করে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এবং কাব স্কাউট আন্দোলন ১৯০৮ সালে ব্যডেন পাওয়েল শুরু করেন। তিনি ছিলেন বিট্রিশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত। স্কাউট এর মূল লক্ষ হচ্ছে শিশু কিশুর কিশুরীদের শারীরিক মানসিক ও নৈতিক বুর্দ্ধিবৃত্তি এবং সামাজিক গুনাবলি উন্নয়নের মাধ্যমে তাদেরকে সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসাবে গড়ে তুলা।

স্কাউট কার্যকর্মে কত গুলি বিশেষ বৈশিষ্ট লক্ষ ন্যায়। হাতে কলমে কাজ শেখা, ছোট দল পদ্ধতিতে কাজ করা। কাজ পদ্ধতির মাধ্যম কাজের স্বীকৃতি প্রধান। মুক্তানগনে কাজ ইত্যাদি। তিন আঙ্গুলের সালাম। ও ডান হাত কর্মডোন স্কাউট পোষাক স্কাপ ও কাজ পরিধান সর্বদায় স্কাউট আইন মেনে চলা। কাব স্কাউটের আন্দোলনের প্রতিষ্ঠাতা লড ব্যাডেন পাওয়েল এর নিদেশিত নিয়ম অনুসারে অনুশীলন প্রতিজ্ঞা পাঠ ও দীক্ষা গ্রহনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সদস্য হতে হয়। স্কাউট এর তিন টি মুঠো রয়েছে বা মূল মূন্ত রয়েছে। তার মধ্যে কাবদের যেটা সেটা হল যথাসাধ্য চেষ্টা করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..


© কথা৭১.টিভি দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
themesbazarkotha71254